আপনজন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাক মূল্যায়ণের রিপোর্ট সামনে এল। ন্যাক (NAAC)পরিদর্শক দলের রিপোর্ট অনুযায়ী আলিয়া বিশ্ববিদ্যালয় পেল বি+ গ্রেড। এই মূল্যায়ণের মেয়াদ ২১ নভেম্বর ২০২৪ থেকে ২৮ নভেম্বর ২০২৯ পর্যন্ত। প্রসঙ্গত ২০০৭ সালের আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও এই প্রথম ন্যাক পরিদর্শন হল। গত ১৯ নভেম্বর ন্যাক পরিদর্শক দল আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাস পরিদর্শন করে। পরের দিন তারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ও পার্ক সার্কাস ক্যাম্পাস পরিদর্শন করে। এই পরিদর্শক দলে ছিলেন, জওহরলাল নেহরু টেকনোলজিকাল বিশ্ববিদ্যায় কাকিনাড়ার প্রাক্তন উপাচার্য ড. কুমার ভেলাঙ্কি (চেয়ারপার্সন), উৎকল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিরেক্টর ড. সু্স্মিতা প্রসাদ পানি (ম্বোর কোঅর্ডিনেটর), মু্ম্বাই বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ইনচার্জ, ড. কিশোর সুখতনকার (সদস্য), জেএনইউ-এর প্রাক্তন প্রফেসর ড. রাজীব কুমার (সদস্য), ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ড. মানাজাইয়া ডি এইচ (সদস্য) ও গুরু দ্রোণাচার্য কলেজ অফ নার্সিংয়ের অধ্যক্ষ ড. রামকুমার গর্গ (সদস্য)।
উল্লেখ্য, ন্যাক একটি কেন্দ্রীয় সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা যা ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল্যায়ন এবং স্বীকৃতি দেয়। ন্যাক ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে ন্যাক ইউজি স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি পরিদর্শন করে তাদের মূল্যায়ণ করে মান নির্ধারণ করে। ন্যাক বিভিন্ন কারণের ভিত্তিতে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলির শিক্ষার মান, অবকাঠামো, শাসন এবং সামগ্রিক কর্ম ক্ষমতা মূল্যায়ন করে। এছাড়া পাঠ্যক্রমের কভারেজ, শিক্ষণ-শেখার প্রক্রিয়া, অনুষদ, গবেষণা, অবকাঠামো, শেখার সংস্থান, সংগঠন, প্রশাসন, আর্থিক কল্যাণ এবং সর্বোপরি শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষেবাও খতিয়ে দেখে।
শিক্ষাদান, শিক্ষা, গবেষণা লক্ষ্য ছাড়াও একটি গ্রেড বা স্বীকৃতি প্রদানকারীরা বিশ্ববিদ্যালয়ের কর্ম ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে যে কোন প্রতিষ্ঠান কার্যকর ভাবে লক্ষ্য অর্জনের সহায়ক হয়। পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, কর্ম ক্ষমতা পরিমাপ করা এবং সমস্ত নথিভুক্ত করে জবাবদিহি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct