সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: হাসপাতালে নেই নিরাপত্তারক্ষী, নেই আলোর ব্যবস্থা। এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে বহিরাগত আর মদ্যপদের মুক্তাঞ্চলে পরিনত হয় বাঁকুড়ার কেঞ্জাকুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অব্যবহৃত নার্স-চিকিৎসকদের কোয়ার্টার গুলি, এমনটাই অভিযোগ। কোথাও পড়ে রয়েছে একাধিক মদের বোতল, প্লাষ্টিকের গ্লাস, কোথাও বা অন্যান্য নেশার দ্রব্য। স্থানীয় ও কর্মরত স্বাস্থ্য কর্মীদের দাবি, এই ছবিটা নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই সন্ধ্যা নামলেই হাসপাতালের অব্যবহৃত কোয়ার্টার গুলিতে মদ-জুয়ার আড্ডা বসে। এক্ষেত্রে চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের করার কিছুই নেই। বহিরাগতদের মুক্তাঞ্চল হয়ে পড়েছে এই এলাকা। এই অবস্থায় প্রশাসনকে আরও বেশী কড়া হতে হবে বলে তারা জানিয়েছেন। ডেপুটি সি.এম.ও.এইচ-৩ ডাঃ সজল বিশ্বাস এবিষয়ে বলেন, পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। তবে আর.জি কর ঘটনার পর আদালতের নির্দেশে হাসপাতাল গুলি থেকে সিভিক ভল্যান্টিয়ার তুলে নেওয়া হয়েছে। ওই জায়গায় পুলিশ কর্মী নিয়োগের কথা। চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার কথা ভেবে এবিষয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য দপ্তর কথা বলবে বলে তিনি জানান।