আমীরুল ইসলাম , বোলপুর, আপনজন: বাল্যবিবাহ মুক্ত ভারত এই প্রসঙ্গে এলমহাস্ট ইনস্টিটিউটের একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এটি বহু পুরাতন ইনস্টিটিউট যেখানে বিগত ৪১ বছর ধরে বীরভূম জেলা ছাড়াও বাঁকুড়া, বর্ধমান বিভিন্ন জায়গায় কাজ করছেন। রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়নের ভাবনা নিয়ে সার্বিক উন্নয়নের যে ভাবনা এই নিয়ে এলমহাস্ট ইনস্টিটিউট কাজ করে। এই ইনস্টিটিউটের মূল কাজের ধারা হচ্ছে মহিলা এবং শিশুদের সার্বিক উন্নয়ন। সেটা স্বাস্থ্য হতে পারে এবং তাদের মধ্যে জাগরণ ঘটানো জন্য হতে পারে বা মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য হতে পারে এবং তাদের পরিবারকে বাঁচানোর জন্য হতে পারে এরকম নানা ধরনের কাজ করছে এই ইনস্টিটিউট। এছাড়া ১০৯৮ চাইল্ড লাইনের মাধ্যমেও কাজ করেন যেমন শিশুরা কোন বিপদে পড়লে তাদেরকে সেলটার দেওয়া বা তাদেরকে উদ্ধার করা এই ইনস্টিটিউ পুণ্য ভূমিকা আছে। পরবর্তীকালে অ্যাক্সেসেস টু জাস্টিস কাজ শুরু হয়। এই কাজগুলি বিভিন্ন ফাউন্ডেশনের তরপে হচ্ছিল কিন্তু এবার থেকে হিউম্যান এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ভারত সরকারের হিউম্যান এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অধিগ্রহণ করেছে। কারণ তাদের চিন্তাভাবনা বাল্য বিবাহ মুক্ত ভারত গড়তে হবে। সেই শপথ গ্রহণ গতকাল থেকে নেওয়া হয়েছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সারা ভারতবর্ষ ব্যাপী অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানটি দিল্লি থেকে হয়েছিল। কিন্তু বিভিন্ন জেলায় পঞ্চায়েতে একেবারে নিচুস্তর থেকে। এমনকি উঁচু স্তর থেকে নিচু স্তর যেমন বিভিন্ন স্তরের মানুষজন এবং বিভিন্ন স্তরের এন জিও রা এছাড়াও সরকারের বিভিন্ন এজেন্সি সকলে মিলে এই বাল্যবিবাহ বিরুদ্ধে শপথ নিয়েছেন। এদিন এই ইনস্টিটিউটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধব রঞ্জন সেনগুপ্ত বীরভূম জেলা কো-অডিনেট অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct