নিজস্ব প্রতিবেদক , বসিরহাট, আপনজন: পঞ্চাশ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে করুনাময়ীতে অবস্থান বিক্ষোভ করলেন ২০২২টেট উত্তীর্ন প্রার্থীরা।হুইল চেয়ারে বসে চাকরিপ্রার্থী শহরজান লস্কর বলেন গত মঙ্গলবারও শিয়ালদহ থেকে ধৰ্মতলা পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেছিলাম আজও পথে নেমেছি।আমাদের মানসিক শক্তি টুকু সম্বল কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি না দেবার জন্যে সেই শক্তিও যেন হারিয়ে ফেলছি।চাকরিপ্রার্থী মোহিত করাতি বলেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের সময়ে সরকারি দপ্তরে দশ লক্ষ শূন্যপদ পূরণ করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে প্রাথমিক শিক্ষকের পঞ্চাশ হাজার শূন্যপদ থাকলেও নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছেনা।বিদেশ গাজি বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শূন্যপদ চেয়ে পাঠানো হলেও এখনও পর্যন্ত শিক্ষাদপ্তরের থেকে শূন্যপদ জানানো হয়নি, এরই প্রতিবাদে আজকের অবস্থান বিক্ষোভে আমরা সামিল হয়েছি। অবস্থান বিক্ষোভ শেষে পাঁচ জনের প্রতিনিধিদল যুগ্ম অধিকর্তা মহাদেব সোরেন মহাশয়ের কাছে ডেপুটেশন জমা দেন।
আলোচনায় জানা যায় সরকার স্কুল শিক্ষাদপ্তরকে নির্দেশ দিলেই শূন্যপদ পর্ষদে পাঠিয়ে দেওয়া হবে। তারপরেই পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct