আপনজন ডেস্ক: ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এএস ট্রফিতে গতকাল মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার ও ইয়ং একাদশ। মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা লাকি বিল্ডার্সকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ইমরান প্যাটেল। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে চার মেরে এই ওপেনার দলকে পৌঁছে দেন ৪৫ রানে।
কিন্তু কে জানত, পরপর দুই বলে চার মারা ইমরানের খুব কাছেই তখন অপেক্ষা করছিল মৃত্যু। টানা দুই চারের পর মাঠের বাইরে থাকা সতীর্থরা যখন আনন্দিত, মাঠে থাকা প্যাটেল অসুস্থ বোধ করতে শুরু করেন।
অসুস্থতা না কমায় প্যাটেল আম্পায়ারকে গিয়ে জানান, তাঁর ঘাড় ও হাতে ব্যথা করছে। ওষুধ খাওয়ার জন্য আম্পায়ারের কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতিও নেন তিনি।
আম্পায়ার তাঁকে অনুমতি দিয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন।
কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় বাউন্ডারির কাছে গিয়েই লুটিয়ে পড়েন প্যাটেল। এ সময় দৌড়ে সাহায্যের জন্য এগিয়ে যান অন্য খেলোয়াড়েরা।
এরপর জরুরিভিত্তিতে প্যাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চেষ্টা করেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাঁকে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অন্যলোকে পাড়ি জমান ছত্রপতি সম্ভাবজিনগরের উদীয়মান এই ক্রিকেটার।
প্যাটেলের মৃত্যুতে স্থগিত হয়ে যায় ম্যাচ। এখনো স্কোরকার্ডে তাঁর নামের পাশে লেখা ১৮ বলে ৩ চারে অপরাজিত ২২ রান, যা সব সময় এমনই থেকে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct