সাবের আলি , বড়ঞা, আপনজন: ডায়রিয়ায় আক্রান্ত আস্ত গ্রাম। গ্রামের দুই একজন নয় ডায়রিয়ায় আক্রান্ত আস্ত একটি গ্রাম। মুর্শিদাবাদ জেলার, বড়ঞা ব্লক সংলগ্ন, কল্যাণপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে, কুন্ডল গ্রামে আদিবাসী অধ্যুষিত কুন্ডল গ্রামে অসুস্থ গ্রামবাসী।ডায়রিয়ায় আক্রান্ত আস্ত একটি গ্রাম ৩০জনের ও বেশি । কুন্ডল গ্রামের আদিবাসী অধ্যুষিত অসুস্থ গ্রামবাসী। ডাইরিয়ায় প্রকোপে ত্রাহি ত্রাহি রবে আতঙ্কিত এলাকার মানুষ। এর জেরেই গোটা গ্রামের কমবেশি অসুস্থ। তাঁদের মধ্যে ৩০ জনের বেশি কান্দি মহকুমা হাসপাতালে,বহরমপুর মেডিকেল কলেজ, বীরভূমের, রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গ্রামবাসীদের দাবি, পানীয় জলের ব্যবস্থায় নেই। দীর্ঘ পাঁচ বছর ধরে জার্মান প্রকল্প এবং টিউবওয়েলের বেশ কয়েকটি কল থাকলেও সেগুলি অচল। পানীয় জল আনতে হয় দূর থেকে। অপরিস্রুত জল থেকেই এই রোগ ছড়িয়েছে প্রাথমিক ধারণা গ্রামবাসীদের। সোলার সিস্টেমের জলের ব্যবস্থা থাকলেও প্রায় দিনই খারাপ থাকে। স্থানীয় প্রশাসনকে বারংবার জানানো সত্বেও মেলেনি সুরাহা। চিন্তায় গ্রামবাসীরা। অধিকাংশ আক্রান্ত হওয়ার আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে। তবে বড়ঞা প্রশাসনের পক্ষ থেকে খাবার জল, সেনিটাইস,উয়াএস, দেওয়া হয়।বড়ঞা, বি, এম, ও, এইচ, সৌভিক দাস, পরিবার গুলির স্বাস্থ্য পরীক্ষা করেন। এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করেন। সৌভিক দাস বলেন আমরা গ্রামবাসীকে সচেতন করছি মাইক প্রচার করে এবং পোস্টার লাগিয়ে। আগে তুলনায় অনেকে সুস্থ হয়ে উঠেছে। মেডিকেল টিম বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মূলত পুকুরের জল দূষিত হওয়ার কারণেই ডায়রিয়া সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। কুন্ডল গ্রামে আদিবাসী পাড়ায় ৭০ থেকে ৮০ জন পরিবার বসবাস করে। বেশিরভাগ বাড়িতে শৌচালয় নেই। সরকারি দুটি শৌচালয় আছে। একটা বন্ধ হয়ে পড়ে আছে। একটা কোন রকমে চললে কিন্তু জলের ব্যবস্থা নেই সেখানে। গ্রামবাসীরা বলে শৌচকর্ম করতে গেলে আমাদের মাঠে যেতে হয়। কল্যাণপুর দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান। সাহিদা বিবি মল্লিক বলেন পঞ্চায়েত থেকে আমরা জল এবং শৌচালয়ের ব্যবস্থা করে দেবো। গ্রামবাসী অভিযোগ করেন যে পুকুরে জলটা দূষিত হয়েছে। নয় দিন পেরিয়ে গেলেও সেই পুকুরের জলে পরিষ্কার করা হয়নি। ওই গ্রামের অনেকের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ আরও একজন অসুস্থ হয়ে পড়লে কান্দি মহাকুমা হাসপাতাল এ ভর্তি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct