সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: উড়ালপুল চালু হতেই রেলপথ পারাপারে চূড়ান্ত সমস্যা, বিকল্প রাস্তার দাবিতে বিষ্ণুপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় তুমুল বিক্ষোভ ১০ থেকে ১২ টি গ্রামের আপামর মানুষের এবং ছাত্র-ছাত্রীদের, জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, বিক্ষোভ সামাল দিতে রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী । দক্ষিণপূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন বাঁকুড়ার বিষ্ণুপুর। বিষ্ণুপুর স্টেশনের অদূরেই রেল পথকে আড়াআড়ি ছেদ করেছে ৬০ নম্বর জাতীয় সড়ক। এতদিন রেলপথ পারাপার করার জন্য ছিল লেভেল ক্রসিং। সম্প্রতি সেই জায়গায় উড়াল পুল তৈরী হওয়ায় রেলের তরফে লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। আর তাতেই সমস্যায় পড়েন রেল লাইনের অপর পাড়ে থাকা দ্বাদশ বাড়ি, কাঁটাবাড়ি, বনকাটি, ঝরিয়া, সেনডাঙ্গা সহ ১০ -১২ টি গ্রামের মানুষ। রেল লাইনের এক পাড়ে থাকা এই ১০ -১২ টি গ্রামের মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরী থেকে বিনোদন এমনকি দৈনন্দিন প্রয়োজনে লাইনের অপর পাড়ে থাকা বিষ্ণুপুর শহরের উপর নির্ভরশীল। রেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় এখন উড়ালপুল দিয়ে প্রায় দেড় কিলোমিটার ঘুরপথে তাঁদের পৌঁছাতে হচ্ছে বিষ্ণুপুর শহরে। উড়ালপুর দিয়ে যাতায়াত করতে গিয়ে স্কুল কলেজ গামী ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষকে প্রায়শই পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে। বাধ্য হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়েই যাতায়াত করছেন। এমনকি সাইকেল মাথায় করে রেললাইনের ওপর দিয়ে অবৈধভাবে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। অবিলম্বে এই সমস্যা সমাধান করতে লাইন পারাপারের বিকল্প রাস্তা তৈরী না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। গ্রামবাসীদের এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিষ্ণুপুর স্টেশন চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী। বিক্ষোপ্রিয় মুখে কুলুপ রেল দপ্তরের, যদিও সূত্র মাত্র জানতে পারা যায় জানা যায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসে এবং আগামীকাল আদ্রা ডিভিশনের DRM এর সঙ্গে তাদের বৈঠক করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় । এরপর দীর্ঘ চার ঘন্টা বিক্ষোভ চলার পর গ্রামবাসীরা তাদের বিক্ষোভ তুলে নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct