আপনজন ডেস্ক: আবারও টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন যশপ্রীত বুমরা। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেট নেওয়ার পর বুমরার রেটিং পয়েন্ট এখন ৮৮৩, যা তাঁর ক্যারিয়ার সর্বোচ্চ।একই টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন ২ নম্বরে। এটা তাঁর ক্যারিয়ার–সেরা।বাঁহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৮২৫। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এগিয়েছেন ১৬ ধাপ।গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টে ১ নম্বর বোলার হয়েছিলেন বুমরা। এরপর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের কাছে শীর্ষস্থান হারান।গত অক্টোবরে আবারও সরিয়ে দেন অশ্বিনকে। এবার জায়গা পুনরুদ্ধারের আগে সর্বশেষ তিনি জায়গা হারিয়েছিলেন কাগিসো রাবাদার কাছে। রাবাদা এখন নেমে গেছেন ২ নম্বরে।টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে এখনো শীর্ষে আছেন জো রুট। আপাতত হয়তো তিনিই থাকবেন। কারণ, ২ নম্বরে থাকা জয়সোয়ালের চেয়ে ৭৮ পয়েন্ট এগিয়ে আছেন রুট। যদিও জয়সোয়াল যেভাবে ছন্দে আছেন তাতে অনেক কিছুই হতে পারে।পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। পার্থে সেঞ্চুরি করা বিরাট কোহলি এগিয়েছেন ৯ ধাপ। তাঁর অবস্থান ১৩ নম্বরে। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৩২ নম্বরে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনে যৌথভাবে আছেন ৩২ নম্বরে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে সাইম আইয়ুব ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের ১০০–এর মধ্যে ঢুকেছেন। তাঁর অবস্থান এখন ৯০তম। জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকায় শাহিন শাহ আফ্রিদি হারিয়েছেন বোলারদের শীর্ষস্থান। শীর্ষে ফিরেছেন রশিদ খান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct