এম মেহেদী সানি , কলকাতা, আপনজন: রাজ্যের সংখ্যালঘুদের কল্যাণে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের কাজকর্ম দ্রুত ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের জেলাভিত্তিক পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সোমবার রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত জেলাগুলির জন্য ১৬ জন আধিকারিককে নিযুক্ত করা হয়েছে।সম্প্রতি মুখ্যমন্ত্রীর মুখ্য সংখ্যালঘু উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে সাবেক মন্ত্রী আবদুস সাত্তারকে ৷ একই সঙ্গে তাকে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। আব্দুস সাত্তার দায়িত্ব পাওয়ার পর থেকেই কাকতালীয়ভাবে আলিয়া বিশ্ববিদ্যালয় পরিকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণ, ন্যাক পরিদর্শন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের তালিকাভুক্তি অনলাইন মাধ্যমের সূচনা, সরকারিভাবে ঈদের ছুটি বৃদ্ধি, ওবিসি এনসিএল শংসাপত্র প্রদানের সমস্যা নিরসনের প্রচেষ্টা দেখা যায়। এবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের কাজকর্ম দ্রুত ত্বরান্বিত পরিদর্শক নিয়োগ সংখ্যালঘু মহলে যথেষ্ট সাড়া ফেলেছে ৷ নবান্নের তরফে জারি হওয়া ওই বিজ্ঞপ্তি অনুযায়ী সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা ইন্টিগ্রেটেড মাইনোরিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আইএমডিপি), মাইনোরিটি ডেভলপমেন্ট ওয়েলফেয়ার (এমডিডাব্লুউ), প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম (পিএমজেভিকে) ইত্যাদি প্রজেক্টের আওতায় সংখ্যালঘুদের শিক্ষাগত সহায়তা, বৃত্তি, কোচিং, হোস্টেল, কর্মতীর্থ ইত্যাদি প্রকল্পগুলির পরিদর্শন এবং সংশ্লিষ্ট কাজকর্মের তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রতি মাসে একবার বা যখনই প্রয়োজন হয় তাঁদের নির্ধারিত জেলা পরিদর্শন করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ সংশ্লিষ্ট আধিকারিকদের সংখ্যালঘু দফতরের প্রকল্পগুলি ত্বরান্বিত করার জন্য জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে ৷ সূত্রে খবর সংখ্যালঘু কল্যাণে বিভিন্ন প্রকল্পের রূপায়ণে পরিদর্শক আধিকারিকরা মূল্যায়ন করবে, এবং বিভিন্ন প্রকল্পের মানোন্নয়ন ও নতুন স্কিম তৈরির ব্যাপারে পর্যবেক্ষণ করবে ৷
বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার দায়িত্ব পেয়েছেন এমএ অ্যান্ড এমই’র ওএসডি ও ই.ও. সেক্রেটারি জি.এইচ. ওবায়দুর রহমান, উত্তর ২৪ পরগনা জেলার দায়িত্ব পেয়েছেন এমএ অ্যান্ড এমই’র স্পেশাল কমিশনার শাকিল আহমেদ, দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্ব পেয়েছেন মাদ্রাসা শিক্ষা বিভাগের ওএসডি ও পরিচালক আবিদ হোসেন ৷ অন্যান্য জেলার দায়িত্বে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাঁরা হলেন, এনাউর রহমান, মৃন্ময় বিশ্বাস, শান্তনু বসু, সুদীপ্ত পোড়েল, সাজ্জাদ সিদ্দিক, শহিদ আলম, মোঃ নকী, নুজহাত জয়নব, মুদাসের মোল্লা, তানিয়া পারভীন, মোঃ জাহাঙ্গীর, মোঃ আলিমুদ্দিন, আহসান আলী ৷
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা সমস্ত চলমান প্রকল্পের সম্পূর্ণ বিশদ বিবরণ রাখবেন, মাদ্রাসা সহ সংখ্যালঘু সংশ্লিষ্ট সরকারি অফিস, প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করার কথাও বলা হয়েছে ৷ পরিদর্শক আধিকারিকরা সার্বিক উন্নয়নে পরামর্শদানের পাশাপাশি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার কথাও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৷
প্রসঙ্গত, তৃণমূল সরকারে আসার পরে সংশ্লিষ্ট কাজের খুব একটা অগ্রগতি ঘটেনি বলেও বহুবার অভিযোগ করেছেন সংখ্যালঘু মহলের বৃহৎ একটি অংশ ৷ তাই সংখ্যালঘুদের দাবি-দাওয়া পূরণে ও সংখ্যালঘু উন্নয়নের বিকাশ ঘটাতে এই মূল্যায়ন ও পরিদর্শন জরুরি বলে মনে করছেন মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু পূর্ণমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই নবান্ন সূত্রে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct