আপনজন ডেস্ক: চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটির সঙ্গে কেভিন ডি ব্রুইনার চুক্তির আলাপ শুরু হয়। তবে এরপর তিনি চোটে পড়ায় পুরো আলোচনায় থমকে যায়। মাঠের বাইরে থাকার সময়ে এ নিয়ে ভাবছেন আন ব্রুইনা। তিনি জানেন না, সিটির হয়ে এটাই শেষ মৌসুম কিনা।গত ১৮ই সেপ্টেম্বরের পর থেকে কোনো ম্যাচের শুরু থেকে খেলতে পারেননি ডে ব্রুইনা। এই সময়ে জাতীয় দলের ম্যাচেও দর্শক হয়ে থাকতে হয়েছে বেলজিয়ামের এই তারকাকে।সিটিতে ভবিষ্যৎ নিয়ে ৩৩ বছর বয়সী ফুটবলার বলেন, ‘আমি জানি না (এটিই সিটিতে শেষ মৌসুম কি না)। মৌসুমের শুরুতে জানতাম যে, কোনো একটা পর্যায়ে কথা হবে ক্লাবের সঙ্গে। এরপর চোটে পড়লাম। কয়েক দিনেই ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু আট-নয় সপ্তাহ লেগে গেল। এই আলোচনা তাই সরিয়েই রেখেছিলাম।’তিনি বলেন, ‘গ্রীষ্মের কিছুটা আলোচনা হয়েছিল আমার। তবে চোটে পড়ার পর এসব নিয়ে কথা বলার মতো মানসিক অবস্থায় ছিলাম না। আগে মাঠে নামা ও আপন চেহারায় ফেরা জরুরি। (চুক্তি নিয়ে) তাড়ার কিছু নেই, কোনো অস্বস্তি অনুভব করছি না এবং দুর্ভাবনাও নেই।’এর মধ্যে সিটির কোচের দায়িত্বে চুক্তি দুই বছর বাড়িয়েছেন গুয়ার্দিওলা। এই ক্লাবে দশম মৌসুমে থাকা ব্রুইনার সিদ্ধান্তের ক্ষেত্রেও প্রভাব থাকতে পারে কোচের থেকে যাওয়া।ব্রুইনা বলেন, “এটা সহায়তা করতে পারে। ভবিষ্যতে কী হতে পারে, সেটা নিয়ে পেপের সঙ্গে কথা বলার প্রয়োজন পড়বে না আমার। নতুন কোচ এলে তখন কথা বলার দরকার হতো। পেপ কীভাবে কাজ করেন, সেটা তো আমি জানিই। এখন পেপ যদি তার ভাবনা বদলায় এবং এসে বলে যে, ‘ধন্যবাদ কেভিন, এখন তোমার যাওয়ার সময় হলো’, তখন ভিন্ন ব্যাপার। তবে তিনি কীভাবে ফুটবলারদের সঙ্গে কাজ করেন, তা আমার জানা আছে। এটা আমার জন্য নতুন কিছু নয়।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct