অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট, আপনজন: ইতিহাস অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে চার সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রায়গঞ্জ সার্কেলে। ইতিহাস অনুসন্ধান পরিষদের সম্পাদক ড. নবকুমার দাস, সহ-সম্পাদক সূরজ দাশ, সদস্য সংহিতা সরকার এবং ড. কল্যাণ পাণ্ডে এই চার সদস্য জেলার প্রত্নস্থলগুলো সংরক্ষণের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করলেন। এই স্মারকলিপি গ্রহণ করলেন রায়গঞ্জ সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট হরি ওম শরণ। গৌড়বঙ্গের মূলত তিন জেলা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন প্রত্ন নিদর্শনগুলো সংরক্ষণের উদ্দেশ্যে দশ দফা দাবির ভিত্তিতে এদিন এই ডেপুটেশন প্রদান করলেন রায়গঞ্জ সার্কেল অফিসে। ইতিহাস অনুসন্ধান পরিষদের সম্পাদক ড. নবকুমার দাস জানান , আগামী ডিসেম্বর মাসের মধ্যে হরি ওম স্মরণ মহাশয় এবং ইতিহাস অনুসন্ধান পরিষদ যৌথভাবে প্রত্নস্থলগুলো পরিদর্শন করে আগামী দিনের রূপরেখা স্থির করবেন। ইতিহাস অনুসন্ধান পরিষদের সভাপতি ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের মতে গৌড়বঙ্গের প্রত্ন ইতিহাস সংরক্ষণের জন্য এখনই উদ্যোগী হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct