আপনজন ডেস্ক: প্রিয়াংশ আর্য—নামটা কী এর আগে শুনেছেন? ক্রিকেটের নিয়মিত খোঁজখবর রাখা লোকেরাও বোধ হয় আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিতে পারবেন না। কিংবা তাঁর শুনলেও সংখ্যাটা অনেক কম।তবে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস ২৩ বছর বয়সী এই ক্রিকেটার সম্পর্কে ভালোই জানত। সে কারণেই তো আইপিএল নিলামে তাঁকে নিয়ে কাড়াকাড়ি তৈরি করেছে এই তিন দল।এই লড়াইয়ে জিতে শেষ পর্যন্ত তাঁকে পেয়েছে পাঞ্জাব। মাত্র ৩০ লাখ ভিত্তিমূল্যের এই ক্রিকেটার বিক্রি হন ৩ কোটি ৮০ লাখ রুপিতে, যা অ্যানক্যাপড ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।কে এই প্রিয়াংশ আর্য? তাঁর জন্য কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এত আগ্রহ কেন দেখাল? এই প্রশ্নের উত্তর আছে তাঁর পারফরম্যান্সে। আরও সংক্ষিপ্ত করে বললে ৬ বলে ৬টি ছক্কা মারাতে।গত আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে বাঁহাতি স্পিনার মনন ভরদ্বাজের বলে ৬ বলে ৬টি ছক্কা মারেন। টুর্নামেন্টে ১০ ইনিংস সর্বোচ্চ ৬০৮ রান করেন এই বাঁহাতি ওপেনার। স্ট্রাইকরেট ছিল ১৯৮.৬৯। ১০ ইনিংসের মধ্যে ৪টিতে করেন ফিফটি, দুটিতে সেঞ্চুরি। ১০ ইনিংসে ছক্কা মারেন ৪৩টি। তাঁকে নিয়ে কাড়াকাড়ি হওয়াটাই তো স্বাভাবিক।দিল্লি প্রিমিয়ার লিগের পারফরম্যান্স তাঁকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও সুযোগ করে দেয়। দিল্লির হয়ে এই টুর্নামেন্টে নিলামের ঠিক আগের দিন ৪৩ বলে ১০২ রান করেন প্রিয়াংশ আর্য। এই ম্যাচে তাঁর প্রতিপক্ষ দলে ছিলেন ভুবনেশ্বর কুমার ও পীযূষ চাওলার মতো বোলার।প্রিয়াংশ আর্য এখন পর্যন্ত কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৫টি। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন ১১টি।প্রিয়াংশ আর্যর সঙ্গে ভারত জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরেরও একটি সম্পর্ক আছে। গম্ভীরের সাবেক কোচ সঞ্জয় ভরদ্বাজের অধীনে অনুশীলন করেন প্রিয়াংশ আর্য। তাঁর বাবা-মা দুজনেই দিল্লির একটি সরকারি স্কুলের শিক্ষক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct