নিজস্ব প্রতিবেদক , নদিয়া, আপনজন: “রক্তদানের সার্থকতা, মূল্যবোধ ও মানবিকতা “ এই কোটেশনের মর্যাদা রাখলেন রানাঘাট পুলিশ জেলার টিম সানিরাজের রানাঘাটের এক ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার।একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন রানাঘাটের এক সিভিক। এভাবেই বেঁচে থাক মানবতা। সিভিক নিয়ে নানা সময় নানা অভিযোগ থাকে অনেকেরই। আজকের রানাঘাটের এই সিভিকের উদার মানবতা সকলের মন জয় করে নিয়েছে। সোমবার রানাঘাটের হবিবপুর এলাকার একজন ৫৫ বছরের মহিলাকে হাসপাতলে নিয়ে যাচ্ছিলো তখন ১২ নং জাতীয় সড়কে ট্রাফিকের ডিউটি করছিলেন রানাঘাটের বাপ্পা বিশ্বাস নামে এক সিভিক ভলেন্টিয়ার। এলাকার পরিচিত ঐ মহিলার পরিবারকে জিজ্ঞাস করে কি হয়েছে পরিবারের লোক জানায় 0 পজেটিভ রক্ত দরকার। কিন্তু কোথাও পাচ্ছে না। সেকথা শোনার পর রানাঘাট মহকুমা হসপিটালে ছুটে যান সিভিক বাপ্পা বিশ্বাস । সেখানে গিয়ে বেড টু বেড রক্তদান করে প্রাথমিক ভাবে ঐ মহিলার প্রাণ বাঁচান তিনি।বেশ কয়েকদিন চেষ্টা করেও মহিলাটির রক্ত জোগাড় করতে পারছিল না তার পরিবার। বিষয়টি আপাত দৃষ্টিতে ছোট মনেও ভাবুন একজন সিভিক রোগীর অসহায়ের কথা শুনে ছুটে গিয়ে নিজের শরীরের রক্তদান করলেন। সেখানে সামাজিক দায়িত্ব ও মানবতার ছবি ফুটে উঠেছে। বাপ্পার এহেন কাজের জন্য রোগীর পরিবারের এক সদস্য জানায় মায়ের অবস্থা খুব খারাপ ছিল।রক্তের দরকার ছিল।শোনার সাথে সাথেই আমাদের পাড়ার ছেলে সিভিক ভলেন্টিয়ার বাপ্পা যেভাবে আমার মাকে বাঁচানোর জন্য নিজেই রক্তদান করলেন সেকথা আমি ও আমার পরিবার চিরজীবন মনে রাখবো। এভাবেই প্রশাসনের লোক হিসাবে সবাই আমাদের পাশে থাকুক সিভিক বাপ্পা বিশ্বাসের মত। বাপ্পার এই মানবতার জন্য আমরা তাকে কুর্নিশ জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct