সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ, বীরভূম, আপনজন: সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের পক্ষ থেকে ২৬ শে নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও গণ ডেপুটেশন কর্মসূচি পালনের ডাক দেয়। সেই প্রেক্ষিতে এদিন মঙ্গলবার দেশের অন্যান্য প্রান্তের ন্যায় বীরভূম জেলায় ও বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সিউড়িতে বীরভূম জেলাশাসক ও রামপুরহাট মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশন প্রদান করা হয় বিক্ষোভ মিছিল সহকারে। দাবি সমূহের মধ্যে আওয়াজ তোলে যে ভারতবর্ষের শ্রমজীবীদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা সরকারকে ঘোষণা করতে হবে। ষাট বছরের পরে কৃষক শ্রমজীবিদের দশহাজার টাকা ভাতা ঘোষণা।আবাস যোজনায় সব গৃহহীনদের বাড়ি চাই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাও। তিলোত্তমার বিচার চাই।সব হাতে কাজ চাই, ফসলের ন্যায্য দাম চাই সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়। জেলা শাসকের দপ্তরের সামনে একান্ত সাক্ষাৎকারে দাবি সমূহের কথা শোনালেন সিআইটিইউ বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বলরাম চ্যাটার্জি। অন্যদিকে রামপুরহাট বিক্ষোভ মিছিলে হাঁটতে হাঁটতে দেশব্যাপী সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct