মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান, আপনজন: মালয়েশিয়ায় সেহারাবাজারের হাজী কুতুব উদ্দিন পাচ্ছেন শান্তি পুরস্কার পাচ্ছেন। খণ্ডঘোষের প্রত্যন্ত পুরিহা গ্রামে জন্মগ্রহণ করা হাজী কুতুব উদ্দিন ওরফে মোল্লা গোলাম আসফিয়া জীবনের প্রতিটি মুহূর্ত জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় উৎসর্গ করেছেন। তার এই অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মালয়েশিয়ার ইনভাইরনমেন্টাল কনজারভেশন অফ মালয়েশিয়া তাকে ২০২৪ সালের “ওয়ার্ক অ্যান্ড পিস অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড” প্রদান করছে।
হাজী কুতুব উদ্দিন ১লা ডিসেম্বর মালয়েশিয়ায় এই সম্মান গ্রহণ করবেন। তিনি এই স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তার সঙ্গে যাচ্ছেন পূর্ব বর্ধমানের বিশিষ্ট গবেষক তরুণ পাল ও দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সম্পাদক শফিকুল ইসলাম। তারা বলেন, “দেশের রত্ন হিসেবে হাজী কুতুব উদ্দিন বিদেশে সম্মানিত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়।”
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রফেসর ডঃ ডাতো এর টিএস ডঃ সন্থারাসেকরান সুব্রামনিয়াম, যিনি International Peace Human Rights Education Council (IPHREC), Malaysia-এর ডিরেক্টর অফ এডুকেশন।
উল্লেখ্য, নাইজেরিয়া ও জাম্বিয়ার অ্যামিটি কলেজ ইউনিভার্সিটি ইতিমধ্যে তাকে শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত করেছে। একই সঙ্গে গ্রীনলিং পিস অর্গানাইজেশন তাকে পিস অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করবে। এই পুরস্কারগুলি মালয়েশিয়ার “International Conference on Digitalization Education for Sustainable Environmental Management”-এ প্রদান করা হবে।