নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: ফের পথে নামলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সংবিধান দিবসের দিনে শিয়ালদহ থেকে ধৰ্মতলা পর্যন্ত মিছিল শেষে রাণী রাসমণি রোডে বিক্ষোভ করলেন ২০২২ টেট উত্তীর্ন চাকরিপ্রার্থীরা। ২০২২ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্যমঞ্চর পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়।সংবিধানের প্রস্তাবনা পাঠ করে মিছিলের শুরু হয়। মিছিলের ভিড় ছিলো চোখে পরার মত। অনেক বিশেষ ভাবে সক্ষম প্রার্থী মিছিলে অংশগ্রহণ করেন।সমস্ত জেলা থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে ব্যানার, প্ল্যাকার্ড সহ নানা অভিনব পন্থা নেন চাকরিপ্রার্থীরা।বিশেষ করে পুরুলিয়া জেলার ছৌ নাচের মাধ্যমে বঞ্চনার কথা তুলে ধরা হয়।ধৰ্মতলা পৌঁছে জাতীয় সংগীত গাওয়া হয়।চাকরিপ্রার্থীরা বিধানসভায় যেতে চাইলে তাঁদের অনুমতি দেওয়া হয়নি।তাই অবস্থান বিক্ষোভ শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র পুলিশ প্রশাসনের কাছে জমা করা হয়।প্রসঙ্গত রাজ্যে ২০১৭সালের টেট বিজ্ঞপ্তির পরে দীর্ঘ পাঁচ বছর নতুন কোনও টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। অবশেষে ২০২২ সালের ২৯/০৯/২০২২ তারিখে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে ১১ই ডিসেম্বর টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিলো, যার ফল প্রকাশ হয় ২০২৩সালের ১০ই ফেব্রুয়ারী। কিন্তু এখনও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।এই বিষয়ে চাকরিপ্রার্থী মোহিত করাতি বলেন, চলতি বছরের ২৫শে সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের সাথে তাঁদের বৈঠকে জানানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবার জন্যে ইতিমধ্যে শিক্ষাদপ্তরের কমিশনারের কাছে শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে। তারপরে শিক্ষাদপ্তরে যথাক্রমে প্রাথমিক শাখার অতিরিক্ত সচিব চন্দ্রনাথ রয় চৌধুরী, যুগ্ম অধিকর্তা মহাদেব সোরেন, লিগ্যাল সেলের ডেপুটি কমিশনার বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়ের সাথে তিনবার বৈঠক করা হলেও মিলেছে শুধু প্রতিশ্রুতি। চলতি মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে আবারও বৈঠক করা হলে জানা যায় এখনও পর্যন্ত শূন্যপদ অনুমোদন করে পর্ষদে পাঠানো হয়নি। চাকরিপ্রার্থী বিদেশ গাজি বলেন, প্রায় দীর্ঘ সাত বছর নিজেদের যোগ্যতা প্রমাণের অপেক্ষায় রয়েছেন বহু চাকরিপ্রার্থী, শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct