এম মেহেদী সানি , বারাসত, আপনজন: সম্প্রতি রাজ্যের বিএলআরও দপ্তরগুলিতে অসাধু চক্র ভাঙতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারি জমি জবরদখল, পুকুর-জলাশয় ভরাট, বেআইনিভাবে জমির চরিত্র বদল, মিউটেশনে দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রশাসনিক বৈঠকে সরব হয়েছিলেন তিনি । মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পরেই জেলাস্তরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ৪৫৬ জন আধিকারিককে একসঙ্গে বদলির নির্দেশ জারি করে নবান্ন ।এ বিষয়ে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের নয়া কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি ৷ প্রাক্তন কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ অনাস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে ওই পদে নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি ৷ নয়া কর্মাধ্যক্ষের প্রথম পদক্ষেপ কি হবে তা জানতে চাওয়া হলে তিনি বিভিন্ন পরিকল্পনার কথা জানান ৷ পাশাপাশি বিএলআরও অফিস নিয়ে সাধারণ মানুষের যে যথেষ্ট অভিযোগ রয়েছে সে কথা স্বীকার করে এটিএম আব্দুল্লাহ রনি বলেন, ‘সাধারণ মানুষের সমস্যার কথা আমাদের কানে আসে, সেই সমস্ত অভাব অভিযোগ সমস্যা গুলো আমি সমাধানের চেষ্টা করব ৷ দপ্তর গুলিতে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। অন্যদিকে বেদখল হওয়ার সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের করা এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে তৎপরতা গ্রহণ করব ৷ বনসৃজনে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ সুন্দরবন এলাকার নদীবাঁধের ভূমিক্ষয় রোধে ম্যানগ্রোভ রোপণের ব্যবস্থা করা হবে’ বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন ৷ উল্লেখ্য জেলার বিভিন্ন ব্লকে বিএলআরও অফিসগুলিতে টাকার বিনিময়ে নানা ধরনের কাজ হয় বলে অভিযোগ । টাকা দিলেই জমির চরিত্র বদল, নাম পরিবর্তন, ভুয়ো কাগজ দাখিল করে মালিকানা বদলের মতো অপরাধেরও অভিযোগ রয়েছে । ওই সব অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘুঘুর বাসা ভাঙার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত উত্তর ২৪ পরগনা জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct