তানজিমা পারভিন , হরিশ্চন্দ্রপুর, আপনজন: কাঁচা বাড়িতে থেকেও নাম নেই আবাস তালিকায়। আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে ও প্রকৃত উপভোক্তাদের নাম নথিভুক্ত করতে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন বামেদের। সোমবার বিকেলে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হরিশ্চন্দ্রপুর মধ্য ও উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনের নিকট দশ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। ব্লকের ৭ টি অঞ্চলের প্রায় দুই হাজার পুরুষ-মহিলা এই ডেপুটেশনে সামিল হন। উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, জেলার সম্পাদক মন্ডলীর সদস্য আরজাউল হক, হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রনব দাস ও জেলা কমিটির সদস্য মহম্মদ আসলাম ও মহম্মদ হারেজ সহ অন্যরা। রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ছবিটা যেন আবাস যোজনা দুর্নীতির ক্ষেত্রে এক। বেশিরভাগ জায়গায় আবাস যোজনায় যোগ্য ব্যক্তিরা বাড়ি না পেয়ে পেয়েছে অযোগ্যরা। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ক্ষেত্রেও তাই। ২০১৭ সালে আবাস যোজনার সার্ভে হয়। ২০১৮ সালে তালিকা তৈরি হয়। ২০২২ সালে সার্ভের পর যোগ্য উপভোক্তাদের বেশির ভাগ নাম বাদ পড়ে যায়। অভিযোগ,প্রকৃত উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পিছনে দুর্নীতি রয়েছে। হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রনব দাস বলেন, এই সার্ভের তালিকায় যোগ্য উপভোক্তাদের নাম বাদ পড়ে গিয়েছে। যাদের পাকা বাড়ি ও গাড়ি রয়েছে তাদের নাম তালিকায় রয়েছে। ২০১৭ সালে অনেকেরই কাচা বাড়ি ছিল।সে সময় সার্ভের তালিকায় তাদের নাম ছিল। পড়ে ঋণ করে তারা পাকা বাড়ি করেছে। সেই উপ ভোক্তাদের নাম তালিকায় নেই। তাই যোগ্য উপভোক্তাদের নাম তালিকাভুক্ত করার দাবিতে এই ডেপুটেশন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল বলেন, ২০১৮ সালের তালিকায় ব্লকে মোট ১৮০০০ হাজার উপ ভোক্তার নাম ছিল। ২০২২ সালে সার্ভের পর ৯,২২২টি নাম টিকে ছিল। পরে আরো ১৩০ টি নাম তালিকাভুক্ত হয়। রাজ্য সরকারের নির্দেশে আবার সার্ভে হয়েছে।সুপার চেকিং হয়েছে। যোগ্য উপভোক্তারাই যাতে ঘর পাই সেই দিকটি গুরুত্বসহকারে দেখা হয়েছে। আজ ২৭ নভেম্বর সেই তালিকা প্রকাশ করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct