আপনজন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো সাতজন।সোমবার (২৬ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। উত্তর সুমাত্রা প্রদেশের চারটি ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা ও উদ্ধার কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কারো জেলা। সেখানে শনিবার একটি রিসোর্ট এলাকায় আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরো পাঁচজন নিখোঁজ রয়েছে।এছাড়া দেলি সেরডাং, দক্ষিণ তাপানুলি এবং পেডাং লাওয়াস জেলায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। বন্যায় বাড়ি-ঘর, মসজিদ এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, এর আগেও দেলি সেরডাং এবং কারো জেলায় বন্যা ও ভূমিধস আঘাত হেনেছে। চলতি বছর ওই দুই জেলায় এ নিয়ে তৃতীয় বারের মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। বর্ষাকালে যেসব এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে সেগুলো এড়িয়ে চলতে লোকজনকে সতর্ক করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে। গত মে মাসে পশ্চিম সুমাত্রার মাউন্ট মারাপির অগ্ন্যুৎপাত থেকে ছাই, বালি এবং নুড়ির মিশ্রণ আবাসিক এলাকায় ভেসে আসার পর আকস্মিক বন্যায় কমপক্ষে ৬৭ জনের মৃত্যু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct