আপনজন ডেস্ক: চার রাজ্যে রাজ্যসভার ছ’টি শূন্য আসন পূরণের জন্য ২০ ডিসেম্বর উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে তিনটি আসন অন্ধ্রপ্রদেশের এবং একটি করে আসন ওড়িশা, পশ্চিমবঙ্গ ও হরিয়ানার। রাজ্যসভার শূন্য পদগুলির মধ্যে রয়েছে ভেঙ্কটরমন রাওয়ের খালি আসন, যিনি গত আগস্টে পদত্যাগ করেছিলেন। বীধা মাস্তান রাও আগস্টে পদত্যাগ করেছিলেন ও রায়গা কৃষ্ণাইয়া যিনি সেপ্টেম্বরে পদত্যাগ করেছিলেন। অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙ্কটরমন রাওয়ের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের জুন মাসে এবং অন্ধ্রপ্রদেশের মস্তান রাই ও কৃষ্ণাইয়ার মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। সেপ্টেম্বরে পদত্যাগ করা সুজিত কুমারের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের এপ্রিলে। কুমার ওড়িশা থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য জওহর সরকার সেপ্টেম্বরে পদত্যাগ করেন। তার মেয়াদ ছিল ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। গত অক্টোবরে হরিয়ানার রাজ্যসভার সদস্য কৃষাণ লাল পানওয়ার পদত্যাগ করেন। তার মেয়াদ ছিল ২০২৮ সালের আগস্ট পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct