এম মেহেদী সানি , বাদুড়িয়া, আপনজন: প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ প্রত্যাহারের দাবিতে ‘পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার ডাকে আগামী ২৮ শে নভেম্বর, বৃহস্পতিবার, দুপুর ১২ টায় কলকাতা ধর্মতলায় একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশ সফল করতে তৎপরতার সঙ্গে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে উত্তর ২৪ পরগনা জেলা ওয়ার্কিং কমিটি। জেলায় ইতিমধ্যেই কুড়ি টিরও বেশি পথসভা এবং ১৬ টি কর্মী বৈঠক করা হয়েছে বলে জানান উত্তর ২৪ পরগনা জেলা জমিয়তে উলামা’র সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক কাজী আরিফ রেজা। তিনি জানান,মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাহ সহ সমস্ত মুসলিম প্রতিষ্ঠান বাঁচাতে প্রস্তাবিত ‘ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪’ প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে সংখ্যালঘুদের কলকাতার সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার আটঘরা মাদ্রাসা হুসাইনিয়া ক্বাসেমুল উলুম-এ দোয়ার মজলিসেও প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে আলোচনা করা হয়।
এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাওলানা মনজুর আলম ক্বাসেমী, রাজ্য জামিয়তে উলামা’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম কাসেমী, জেলা সম্পাদক কাজী আরিফ রেজা, মাদ্রাসা হুসাইনিয়া ক্বাসেমুল উলুম-এর মুহতামিম মাওলানা বজলুর রহমান রশিদী প্রমুখ। ওই সভা থেকে ইসলাম ধর্মালম্বী সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ বিলের প্রতিবাদে এবং প্রত্যাহারের দাবিতে সরব হওয়ার আহ্বান জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct