আরবাজ মোল্লা , নদিয়া, আপনজন: গাছ কাটতে বাঁধা পৌরসভাকে, গাছকে বাঁচিয়ে রাখতে অভিনব কৌশল পরিবেশকর্মীদের।শতাব্দী প্রাচীন গাছ কাটতে বাধা পৌরসভার কর্মীদের। গাছ জড়িয়ে ধরে কান্নাকাটি পরিবেশকর্মী ও স্থানীয় দের । ঘটনা নদীয়ার রানাঘাট শহরের স্টেশন সংলগ্ন টকিজ সিনেমা হলের সামনে। পৌরসভার তরফে জানানো হয় যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই গাছটি কাটার অনুমতি পাওয়া গেছে বনদপ্তরের কাছ থেকে। এবং এই টেন্ডারের মাধ্যমে একটি সংস্থা সেই টেন্ডারও পেয়েছে তাই আজ সেই গাছ কাটতে এসেছিলেন পৌরসভার তরফে। কিন্তু পরিবেশ কর্মী এবং এলাকাবাসীসহ ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গাছটি এখানে রয়েছে এবং গাছটির দ্বারা কারোর কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই গাছের মাধ্যমে অক্সিজেন পাওয়া যায় এবং পশুপাখিরা এসে এই গাছে বসবাস করে। তবে পৌরসভার কাছে কোন লিখিত অভিযোগ ছাড়া কিভাবে এই গাছ কাটতে তারা এলেন তা তাদের জানা নেই। তাই আজ গাছ কাটতে এসে তারা গাছ কাটা আটকে দেন। রীতিমতো গাছ জড়িয়ে ধরে গাছকে বাঁচাতে অনুরোধ জানানো হয় পৌরসভার আধিকারিকদের। অন্যদিকে পৌরসভার তরফে জানানো হয়েছে, সমস্ত অভিযোগ লিখিত আকারে হয় না, কিছু কিছু মৌখিকভাবেও আসে। বেশ কিছুদিন ধরে মৌখিকভাবে সেই অভিযোগ এসেছে। গাছটি বিপদজনক এমন অভিযোগ আসার পরই সমস্ত সরকারি নিয়ম-কানুন মেনে গাছটি কাটতে আসা হয়েছিল। তবে পরিবেশ কর্মী এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই গাছ কাটতে দিতে চান না। তবে পৌরসভার তরফে সেই সমস্ত এলাকাবাসী ব্যবসায়ীদের জানানো হয়েছে যদি তারা গাছ কাটতে দিতে না চান তাহলে লিখিত আকারে একটি মার্চপিটিশন রানাঘাট পৌরসভা কে দিলে তারা এই গাছ আর কাটবেন না। তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয় রানাঘাট স্টেশন সংলগ্ন টকিজ সিনেমা হলের সামনে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct