আপনজন ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা থেকে ফিলিস্তিনি নারীদের সুরক্ষা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাকায়ি রবিবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান। গত এক বছরের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে যার বেশিরভাগ শিকার সেখানকার নারী ও শিশুরা। ইসমাইল বাকায়ি বলেন, ‘দশকের পর দশক ধরে ফিলিস্তিনি নারী ও মেয়েরা নজিরবিহীন এবং ভয়াবহ সহিংসতার শিকার। আন্তর্জাতিক এই দিবস আমাদের সে কথা স্মরণ করিয়ে দিচ্ছে। দখলদার ইসরায়েলের বর্বরতা ও ভয়াবহতার শিকার হয়ে ফিলিস্তিনের হাজার হাজার নারী ও মেয়ে এ পর্যন্ত শাহাদাত এবং পঙ্গুত্ববরণ করেছেন।’ গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি নারী ও মেয়েরা শাহাদাতবরণের পাশাপাশি মারাত্মকভাবে অনাহার ও বাস্তুচ্যুতির শিকার। জোর করে তাদেরকে প্রায় প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্বাস্তুতে পরিণত করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct