আমীরুল ইসলাম , বোলপুর, আপনজন: শান্তিনিকেতনের ২০২৪ এ ঐতিহ্যবাহিত পৌষ মেলা পূর্বপল্লী মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই নিয়ে প্রশাসনিক বৈঠক। এই ঐতিহ্যবাহিত পৌষ মেলা যাহাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তাই আজ বৈঠক বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে কনফারেন্স রুমে। মেলা পরিচালনা করবে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট কিন্তু এই পৌষ মেলায় পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার। এই মেলা ছয় দিন ধরে চলবে বলে জানা গেল। বৈঠক শেষে সভাধিপতি কাজল শেখ জানান ঐতিহ্যবাহিত এই পৌষ মেলায় বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাকিয়ে থাকেন রুজি রোজগার জন্য। এই মেলা অনুষ্ঠিত হলে অর্থনৈতিক অবস্থা অনেকটাই চাঙ্গা হবে। আমরা সকলেই সংবদ্ধ ভাবে উন্নয়নের পাশে আছি এ কথা জানালেন কাজল কাজল শেখ।
এই পৌষ মেলা বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি, এসডিপিও রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক। উপস্থিত ছিলেন বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct