অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট, আপনজন: চিকিৎসাধীন অবস্থায় নার্সের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বালুরঘাট সদর হাসপাতাল সুপারকে ডেপুটেশন নার্সদের। অসুস্থ অবস্থায় নার্সকে হাসপাতালে ভর্তি করার সময় সিসিইউ ওয়ার্ডে বেড খালি থাকলেও সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি। যার ফলে মৃত্যু হয়েছে ওই নার্সের। এই ঘটনার প্রতিবাদে এদিন হাসপাতাল সুপারকে ডেপুটেশন দেয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট সদর হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ।
উল্লেখ্য, গতকাল বালুরঘাট জেলা হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছন্দা বর্মন (২৬) নামে হাসপাতালে কর্মরত এক নার্সের। তাঁর বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুরে। এদিকে এই ঘটনায় সঠিক সময়ে সিসিইউ ওয়ার্ডে বেড না মেলায় ওই নার্সের মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে এদিন বালুরঘাট সদর হাসপাতালের নার্সরা সুপারকে ডেপুটেশন দেন। পাশাপাশি বালুরঘাট হাসপাতালে কর্মরত নার্সদের জন্য সর্বদা একটি বেড বরাদ্দ করবার জন্য আবেদন জানান তাঁরা। তাদের দাবি মানা না হলে, আগামী দিনে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে ডেপুটেশন কর্মসূচিতে সামিল এক নার্স জানান, ‘আমাদের স্টাফদের জন্য হাসপাতলে সর্বদা একটি অ্যালোটেড বেড রাখতে হবে। এই দাবি আমরা আজ সুপারকে জানিয়েছি। হাসপাতাল সুপার বিষয়টি ভেবে দেখবেন এবং এর জন্য সময় চেয়েছেন।’
অন্যদিকে, এ বিষয়ে বালুরঘাট সদর হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশবাগ জানান, ‘একজন মহিলা নার্সের মৃত্যুর ঘটনায় তাঁরা কিছু দাবি দাবা তুলে ধরেছেন। পাশাপাশি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct