মোহাম্মদ জাকারিয়া , করণদিঘি, আপনজন: উত্তর দিনাজপুরের করনদীঘি ব্লকের করনদীঘি ২ নম্বর গ্রামপঞ্চায়েতে রেশন ডিলারশিপ নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারী চন্দন গোস্বামী জানিয়েছেন, ২০২২ সালের ১৮ আগস্ট রেশন ডিলারশিপের বিজ্ঞপ্তিতে তিনি আবেদন করেন। একইসঙ্গে আবেদন করেন আলিয়ানগরের বাসিন্দা খগেন্দ্রনাথ দাস। ২০২৩ সালের ২৩ মার্চ খাদ্য দফতরের আধিকারিকেরা গোডাউন পরিদর্শন করলেও, কিছুদিন পরেই ডিলারশিপ পেয়ে যান খগেন্দ্রনাথ দাস।
চন্দন গোস্বামীর অভিযোগ, আবেদনের সময় জমি ও গোডাউনের যে নথি জমা দেওয়া হয়েছিল, তা পরবর্তীতে বদল করা হয়। ৪০০ বর্গফুট গোডাউন ও ২০০ বর্গফুট অফিসঘর থাকা বাধ্যতামূলক হলেও, খগেন্দ্রনাথ দাস নথি ও বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাক রেখে ডিলারশিপ পেয়েছেন। বিষয়টি প্রশাসনিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি।
আলিহানগরের গ্রামপঞ্চায়েত সদস্য রাজেন সিংহ বলেছেন, “যার উপযুক্ত নথি আছে, তাকেই রেশন ডিলারশিপ দেওয়া উচিত।” অন্যদিকে, খগেন্দ্রনাথ দাসের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রেশন ডিলারশিপে এই অভিযোগ সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন তুলছে। খাদ্যদপ্তরের স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হওয়ায় বিষয়টির দ্রুত তদন্ত প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct