সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকার একক প্রচেষ্টায় রাজ্যের দুঃস্থ মানুষকে আবাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৬ই ডিসেম্বর আবাস লিস্টে প্রাপকদের একাউন্টে টাকা ঢোকাবে রাজ্য। তার আগে রাজ্যে সার্ভের কাজ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের অন্যান্য জেলায় সার্ভের কাজ শুরু হলেও উপ নির্বাচনের জন্য বাঁকুড়া জেলায় তা সম্পূর্ণ করা যায়নি। অবশেষে বাঁকুড়া জেলার তালডাংরা উপনির্বাচন সম্পন্ন হলে নির্বাচনী বিধি নিষেধ শেষ হবার পর তৎপর প্রশাসন। জেলায় তিনজন করে প্রতিনিধি একটি দল করে একাধিক গ্রুপে বিভক্ত করা হয়েছে সার্ভে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। একজন অফিসার একজন অ্যাসিস্ট্যান্ট এবং একজন ভিডিওগ্রাফার রয়েছে এই সার্ভে দলে।
সার্ভের সমস্ত প্রক্রিয়া ভিডিও রেকর্ড করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্ভে দলকে জানানো হয়েছে অতি দ্রুততার সাথে এই সার্ভের কাজ সম্পন্ন করার জন্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct