আপনজন ডেস্ক: সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের নেতা মন্ত্রী, বিধায়ক, সাংসদ সহ সকলে। বৈঠকে সংগঠনের একাধিক পদে রদবদল ঘটান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ম সমিতির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান,বিমান বন্দোপাধ্যায়, মানস ভূঁইয়া, কল্যাণ বন্দোপাধ্যায় ও মালা রায় এবং জাভেদ খান নতুন জাতীয় কর্ম সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন। পার্লামেন্ট শৃঙ্খলা রক্ষা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দোপাধ্যায়,নাদিমুল হক। বিধানসভা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও দেবাশিস কুমার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যাঁরা হবেন, সেটার কো অরডিনেট করবেন অরূপ বিশ্বাস। দিল্লিতে সর্বভারতীয়তৃণমূল কংগ্রেসের হয়ে যারা বলবেন, সেই মুখপাত্ররা হলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়,কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও ব্রায়ান, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ, সুস্মিতা দেব। দলের হয়ে অর্থনৈতিক বিষয় বক্তব্য পেশ করতে পারবেন অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য।শিল্প বিষয় বক্তব্য রাখতে পারবেন শশী পাঁজা, পার্থ ভৌমিক।উত্তরবঙ্গ উন্নয়ন বিষয়ক দলীয় বক্তব্য পেশ করার জন্য নাম মনোনীত হয়েছে গৌতম দেব, উদিয়ন গুহ ও প্রকাশ চিকের। ঝাড়গ্রাম সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখতে পারবেন মন্ত্রী বীরবাহা হাঁসদা । চা বাগান সংক্রান্ত বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য পেশ করার জন্য মনোনীত হয়েছেন মন্ত্রী মলয় ঘটক।সার্বিক ইস্যুতে দলের হয়ে যারা বক্তব্য তুলে ধরতে পারবেন তারা হলেন, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া, কুণাল ঘোষ, শশী পাঁজা, সুমন কাঞ্জিলাল ও মলয় ঘটক। তবে রাজ্যের সার্বিক বিষয়ে সকলেই অর্থাৎ যারা নির্বাচিত মুখপাত্র তারা বক্তব্য রাখতে পারবেন। বলে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।অপরাজিতা বিল প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আইনের আকার ধারণ করেনি অপরাজিতা বিল । আইন বলবৎ হোক চাইছি, এর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস ৩০ নভেম্বর ব্লকে ব্লকে ৪ টে থেকে মিছিল করবে। ১ ডিসেম্বর ২-৪ টে এই সময়ে সব ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস ধরনা, মিটিং হবে। রাষ্ট্রপতির কাছে ১০ ডিসেম্বরের পর সময় চাওয়া হবে, ডেলিগেশন যাবে অপরাজিতা বিল আইন হিসেবে অতি দ্রুত প্রয়োগ করার দাবি নিয়ে।জেলায় জেলায় মানুষের সাথে মানুষের পাশে কর্মসূচি এবার গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। মূল্যবৃদ্ধি, সারের মূল্যবৃদ্ধি, আবাসের টাকা, ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবি তোলার পাশাপাশি বেকারত্ব নিয়ে আলোচনার দাবিতে তৃণমূল কংগ্রেস সরব হবে পার্লামেন্টে।মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো জানান শৃঙ্খলা ধরে রাখতে শৃঙ্খলা রক্ষা কমিটি যদি কাউকে পরপর তিনটি শোকজ নোটিশ পাঠায় এবং সে কোন জবাব না দেয় তবে সংস্কৃত দলের কর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct