আসিফা লস্কর, কুলপি, আপনজন: তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক রজনী মণ্ডল বিয়ে করার জন্য তুলে নিয়ে যেতে এসেছিল ওই তরুণীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কুলতলির সিকিরহাটের বাসিন্দা রজনীর সঙ্গে কিছুদিন আগে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক তরুণীর বিয়ের কথাবার্তা শুরু হয়। পাত্রপক্ষের পাত্রী পছন্দ হলেও পাত্রীর বাড়ির লোকজনের রজনীকে পছন্দ হয়নি। সেই কারণে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন পাত্রী পক্ষ। অভিযোগ, তার পরেও মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিতে থাকে রজনী।
রাজি না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ। তাতেও কাজ না হওয়ায় শনিবার কয়েকজনকে সঙ্গে নিয়ে তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে আসে রজনী।
জোর করে তুলে আনতে গেলে প্রতিবেশীরা ঘটনা স্থলে এসে রজনী-সহ বাকিদের আটকে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তিন জনকে গ্রেফতার করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct