নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: শনিবার সেন্ট জেভিয়ার্স কলেজের রাঘবপুর ক্যাম্পাসে ধর্মশিক্ষা ও আদর্শ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। এদিনবৌদ্ধ ধর্মের শিক্ষা নিয়ে বলেন বৌদ্ধ ধর্ম বিশেষজ্ঞরা ডক্টর বন্দনা মুখার্জি, গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসিনী ডক্টর লিলি বিশ্বাস বলেন জরোস্থ্রুস্ট ধর্মাদর্শ নিয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপিকা সুচিত্রা রায় আচার্য্য বলেন জৈন ধর্মের শিক্ষা নিয়ে, আর ইসলাম নিয়ে বলেন বিশিষ্ট সাংবাদিক তথা মৌলানা আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিস এর প্রাক্তন সিনিয়র ফেলো ডক্টর রফিক আনোয়ার। কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিস ও ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার এর সহযোগিতায় অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ছিল সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাস । গুরুত্বপূর্ণ এই সেমিনার অত্যান্ত গুরু গম্ভীর পরিবেশে আলোচনা হয় ।
সম্প্রতি সমগ্র দেশে যেভাবে জাতি বিদ্বেষী অলাত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে এই সম্প্রীতিমূলক সময়োপযোগী সেমিনারের আর দরকার আছে বলে মনে করেন আয়োজক সংস্থা। এদিনের সভায় বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা ধর্মের মূলকথা যেমন শান্তি , মানবসেবা ও সম্প্রীতির বানী গুলিকে বেশি করে জোর দিয়েছেন।বিশেষ করে মহান ভারতবর্ষের গনতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতা , বহুত্ববাদ ও সাংবিধানিক মৌলিক অধিকারের বিষয়ে সকলের আন্তরিকতা পোষনের কথাও উঠে এসেছে আলোচনায়। অসংখ্য ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও উত্তর পর্বও চলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct