আসিফ রনি, বহরমপুর, আপনজন: দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বহরমপুরের মহাকুমা শাসকের নেতৃত্বে বহরমপুরের বিভিন্ন কাঁচা সবজির বাজারে টাস্ক ফোর্সের অভিযান । দাম বৃদ্ধি নিয়ে সরকারি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
শনিবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের স্বর্ণময়ী বাজার , গোড়াবাজার সহ বহরমপুরের বিভিন্ন কাঁচা সবজির বাজারে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দলের অভিযান চললো।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে মুলত এই অভিযান , সবজি বাজার ঘুরে প্রতিনিধি দল কথা বলেন বিক্রেতাদের সঙ্গে, সবজির দাম জিজ্ঞেস করেন তাদের। সবজির আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি, তাই সরজমিনের খতিয়ে দেখবার জন্য আজকের এই অভিযান বলে জানা গিয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায় বলেন - কিছু কিছু জায়গায় দাম ঠিকঠাক নিলেও কিছু জায়গায় বেশি নিচ্ছে,আমরা তাদের সতর্ক করছি এবং প্রয়োজনে সরকারি ভাবে যা যা ব্যবস্থা নেওয়ার নেব। তিনি আরো বলেন আজকে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বাজারে পরিদর্শনে এসেছিলাম, আগামীতে পাইকারি বাজারে যাব। প্রয়োজনে সরকারি ভাবে যা যা ব্যবস্থা নেওয়ার আছে সমস্ত কিছুই নেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct