সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: উত্তর চব্বিশ পরগনা জেলার ১২১ হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে ফলাফল প্রকাশ হয়েছে ২৩ নভেম্বর ২০২৪ শনিবার। জয়লাভ করেছে হাড়োয়ার ২ বারের বিধায়ক সদ্য প্রয়াত হাজি শেখ নুরুল ইসলামের পুত্র শেখ রবিউল ইসলাম। বিশাল জয়ে উচ্ছ্বসিত হাড়োয়ার তৃণমূল কর্মী-সমর্থকরা। উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়েও। তবে তা রাজনৈতিক কারণে নয়, তা হল প্রশাসনিক কারণে।
বসিরহাট মহকুমার ডিএমডিসি পদে কর্মরত রয়েছেন ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের গুছড়িয়া গ্রামের বাসিন্দা মহম্মদ আবু তৈয়ব। তিনি উপ নির্বাচনে রিটার্নিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন। চুড়ান্ত পর্যায়ের গননা শেষে আবু তৈয়ব জয়ী ঘোষণা করেন রবিউল ইসলামকে। রবিউলের হাতে জয়ের সত্যাপন পত্রও তুলে দেন ভাঙড়ের আবু তৈয়ব। যা রাজ্যের প্রথম সারির কয়েকটি দূরদর্শন মাধ্যমে সম্প্রচারিত হয়। সম্প্রচারের অংশ আবু তৈয়ব নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। পোস্ট টি দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ভাঙড়ের ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিদের মধ্যে।
উল্লেখ্য তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম কে পরাজিত করে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন। ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে ভেঙেছেন তাঁর বাবা সদ্য প্রয়াত হাজি শেখ নুরুল ইসলামের জয়ের রেকর্ড ও। পিয়ারুল ইসলাম পেয়েছেন মাত্র সাড়ে ২৫ হাজারের কাছাকাছি বেশি ভোট। বিজেপি প্রার্থী বিমল দাস পেয়েছেন মাত্র ১৩ হাজারের কিছু বেশি ভোট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct