আপনজন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হওয়া এক ইহুদি রাব্বির (ধর্মীয় নেতা) মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ইসরায়েল ও ইউএই-এর মধ্যে যৌথ তদন্ত পরিচালিত হচ্ছে। ইসরায়েলি-মলদোভান নাগরিক জভি কোগান সংযুক্ত আরব আমিরাতের প্রধান ইহুদি নেতার (রাব্বি) সহকারী এবং কট্টরপন্থী ইহুদি ধর্মীয় আন্দোলন চাবাদের প্রতিনিধি। চাবাদ প্রতিনিধিরা সাধারণত শুদ্ধতাবাদী ধর্মীয় শিক্ষা প্রচারে কাজ করেন।
গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন কোগান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইউএই কর্তৃপক্ষ নিখোঁজ হওয়ার পর থেকেই তদন্ত চালাচ্ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের মতে এটি একটি অপরাধমূলক ও ইহুদি-বিদ্বেষী সন্ত্রাসী কর্মকাণ্ড।
ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোগানের হত্যাকাণ্ড একটি সন্ত্রাসী ও ইহুদি-বিদ্বেষী অপরাধ। ইসরায়েল রাষ্ট্র এর জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নেবে।’
শনিবার মোসাদের বরাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, কোগান নিখোঁজের পর পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct