আপনজন ডেস্ক: তুরস্কের ঐতিহাসিক অঞ্চল আনাতোলিয়ার কাছে রোমান সম্রাট হাদ্রিয়ানের অধীনে নির্মিত প্রাচীন ‘কেস্ট্রোস ফোয়ারা’ পুনরুদ্ধার করা হয়েছে। দ্বিতীয় শতাব্দীতে নির্মিত ফোয়ারাটি ১৮০০ বছর পর আবার প্রবাহিত হলো।
আনাতোলিয়ার নিকটবর্তী প্রাচীন শহর পার্জে অবস্থিত ফোয়ারাটি পুনরুদ্ধারে দুই বছর আগে কাজ শুরু হয়। এখন এটির ঝর্ণা থেকে আবার পানি প্রবাহিত হচ্ছে। মূলত কেস্ট্রোস নদী (আধুনিক নাম আকসু) থেকে জটিল খাল ব্যবস্থার মাধ্যমে ফোয়ারাটি নির্মাণ করা হয়েছিল।
খননকাজের উপ-প্রধান আইটাক ডনমেজ বলেন, ঝর্ণার পানি ২২৯৭ ফুট দীর্ঘ চ্যানেলের মধ্য দিয়ে একটি বিলাসবহুল পুলে প্রবাহিত হয়। ব্যাপক পুনর্গঠন ও সংরক্ষণের পরিকল্পনাসহ কেবল প্রথম ১০০ মিটার পুনরুদ্ধার করা হয়েছে।
‘নদী দেবতা’ কেস্ট্রোস-এর প্রতিনিধিত্বকারী একটি হেলান দেওয়া চিত্র দিয়ে সজ্জিত ঝর্ণাটি ওই অঞ্চলের সাংস্কৃতিক তাত্পর্যকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
অতীতে আনাতোলিয়া অঞ্চলটি অন্যতম সংগঠিত রোমান শহর হিসাবে পরিচিত ছিল। মার্বেল ভাস্কর্যগুলোর জন্য বিখ্যাত শহর ‘পার্জ’ একসময় ওই অঞ্চলের রাজধানী ছিল।
১৯৪৬ সাল থেকে বিভিন্ন সাইটে খনন চলছে। সেখানে প্রাচীন টাওয়ার, থিয়েটার, স্টেডিয়াম, গোসলের জায়গা এবং নান্দনিক রাস্তাগুলোসহ বহু স্মৃতিস্তম্ভর কাঠামো আবিষ্কৃত হয়েছে। প্রাচীন শহরটি ২০০৯ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অস্থায়ী তালিকাভুক্ত রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct