আপনজন ডেস্ক: প্রাথমিক ও প্রাক প্রাথমিকের লেখাপড়া নিয়ে অনুসন্ধান সোসাইটি পাঁচ পর্বের এক সিরিজ আলোচনাচক্রের পরিকল্পনা গ্রহণ করেছে। রবিবার ছিল তার দ্বিতীয় পর্ব। এদিনের মূল বিষয় ছিল বাংলা। অনুসন্ধানের উদ্যোগে আগামী এক বছরের কার্যক্রমের সূচনা ও এদিন সভার পৌরোহিত্য করেন বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ডঃ পবিত্র সরকার। বাংলা ভাষায় বর্ণ ও শব্দের উচ্চারণ, বানান ও ব্যবহার নিয়ে বলার ফাঁকে ফাঁকে শিশুর শিক্ষাবিজ্ঞান নিয়েও ছুঁয়ে যান এদিন গুণী আলোচকেরা। এদিন আলোচনায় অংশ নেন মিলন দত্ত, সাবির আহমেদ, দিব্যগোপাল ঘটক, সজল রায়চৌধুরী ও সুদেষ্ণা মৈত্র। স্কুল জীবনের বাংলা শেখা কেমন ছিল তা নিয়ে স্মৃতিচারণা করেন বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রী তিস্তা রায়।
প্রাক প্রাথমিক পর্যায়ে শিশু যখন বাবা-মা ছেড়ে বিদ্যালয় অভিমুখী হয়, তার জন্য সেই সময় খুবই কষ্টের হয়। কিন্তু শিক্ষকের গুণে অল্প কিছু দিনের মধ্যেই সেই শিশুটিই বিদ্যালয় বলতে একেবারে 'অজ্ঞান'। সকাল হতেই একদম ফিট-ফাট, স্কুলে যাওয়ার জন্য রেডি। এমনটিই হওয়া উচিত। আসলে বিদ্যালয় হওয়া উচিত বাড়ির বিকল্প আর শিক্ষক-শিক্ষিকাকে হতে হবে বাবা-মায়ের বিকল্প। যেখানে শিশু পাবে স্নেহের ছায়া, শ্রদ্ধা ভক্তি ভালোবাসার বন্ধন জয় করে নেবে সমস্ত অনুশাসনকে। এক অপার অটুট সম্পর্কের বন্ধন নির্মাণ হবে ছাত্র শিক্ষকের মধ্যে। তখন পড়াশোনা আর বোঝা নয়, হয় আনন্দের। শিক্ষকরা পড়তে পারেন ছাত্রের মনের কথা। ছাত্ররাও উজাড় করে দেয় নিজেকে প্রস্তুত করতে, প্রিয় মাস্টার মশাইকে সফল করাতেই হবে যে তাকে। এটাই তখন তার একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। মাস্টার মশাইও তখন ভাবতে থাকেন, কোন পন্থায় পাঠ-প্রক্রিয়াকে আরো সহজ করে মেলে ধরা যায়। গল্প বলে, নাটক করে, গান শুনিয়ে, উৎসাহ পুরস্কার দিয়ে– নানা পথ ও পন্থার তালাশ করতে থাকেন তিনি। যাতে শিশুর কল্পনাশক্তি বাড়ে। বিকাশ ঘটে ভাষা জ্ঞানের, সৃজনশীলতার। গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত সন্তোষ ব্যক্ত করেন কলকাতা সহ বিভিন্ন জেলার প্রান্তিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এই আলোচনা তাঁদেরকে নিশ্চিতভাবে সমৃদ্ধ করবে বলে মত ব্যক্ত করেন তাঁরা।
কয়েকটি প্রাথমিক বিদ্যালয়কে আগামী এক বছরের জন্য সামনে রেখে অনুসন্ধান সোসাইটির উদ্যোগে উৎকর্ষ শিক্ষা ও প্রশিক্ষণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাকে সাধুবাদ জানান এদিন সভার সভাপতি ডঃ পবিত্র সরকার। এ ধরনের কাজকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকতে হবে প্রত্যেককে, দৃঢ় অভিমত ব্যক্ত করেন তিনি।
অনুসন্ধান সোসাইটির মুখ্য পরামর্শদাতা বিজ্ঞানী মতিয়ার রহমান খান সঞ্চালক নায়ীমুল হক সহ বিশিষ্ট অতিথিবর্গ ও অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান। সম্পাদক গৌরাঙ্গ সরখেল জানান এই সিরিজের পরবর্তী আলোচনার বিষয়- শিশুদের ইংরেজি শিক্ষা ও প্রশিক্ষণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct