আপনজন ডেস্ক: রাশিয়ার কাজান ফেডারেল ইউনিভার্সিটিতে ভিসার মেয়াদ বাড়ানোর কেন্দ্রে গেলে পুলিশ দুই ইরানি শিক্ষার্থীকে ‘অমানুষিক ও অন্যায়ভাবে প্রহার’ করে গ্রেফতার করেছে বলে আইআরএনএ বার্তাসংস্থা জানিয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে বলে কাজান শহরে ইরানের কনসুলেট দফতরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তাসংস্থাটি। আইআরএনএ জানিয়েছে, এই ঘটনার জবাবে ইরান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে একটি প্রতিবাদমূলক নোট পাঠিয়েছে, যেন ইরানি শিক্ষার্থীদের ওপর পুলিশের এই সহিংস আচরণের নিন্দা জানানো হয়।
রাশিয়ার এই ঘনিষ্ঠ মিত্র ইরান এই ঘটনার ব্যাখ্যা দেয়ার অনুরোধ জানিয়েছে। কনস্যুলেটের হস্তক্ষেপের পরে এই দু’জন শিক্ষার্থীকে শুক্রবার দিনের শেষে মুক্তি দেয়া হয়। টেলিগ্রামের মাধ্যমে কাজান পুলিশের সংবাদ বিভাগ জানায়, শিক্ষার্থীদের মধ্যে সংঘাত যখন শারিরীক সংঘর্ষের রূপ নেয় তখন পুলিশ ‘উস্কানিদাতাদের’ আটক করে। ওই বিবৃতিতে গ্রেফতারদের নাগরিকত্ব সম্পর্কে কিছু জানানো হয়নি। কাজানের আঞ্চলিক তদন্ত কমিটিও শুক্রবার জানায়, কর্তৃপক্ষের এক প্রতিনিধির বিরুদ্ধে সহিংস হয়ে ওঠার অভিযোগে দু’জন বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়।
মস্কোতে তেহরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘটনার প্রতি নজর রাখছিলেন। শুক্রবার আরেকটি পোস্টে জালালি ইরানি শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের অসদাচারণের নিন্দা করেন এবং দায়ী রুশ কর্তৃপক্ষের জবাবদিহিতার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct