আপনজন ডেস্ক: রবিবার উত্তরপ্রদেশের সম্ভল জেলার জামা মসজিদ নিয়ে সমীক্ষার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন যোগী সরকারের পুলিশের গুলিতে তিনজনের মৃত্যুতে বিরোধী দলগুলি কাঠগড়ায় তুলল বিজেপি ও আরএসএসকে। কংগ্রেস রবিবার অভিযোগ করেছে যোগী আদিত্যনাথ প্রশাসন নিরীহদের হত্যার জন্য সম্পূর্ণরূপে দায়ী এবং কেবলমাত্র বিজেপি-আরএসএস সেখানে শান্তি-সম্প্রীতিতে “আগুন লাগানোর” জন্য দোষী। বিরোধী দল কংগ্রেস বলেছে যে সম্ভলে বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানোর ভিডিওগুলি আদিত্যনাথ ও বিজেপি-আরএসএসের “সুপরিকল্পিত ষড়যন্ত্রের” ভয়াবহ ফলাফলকে চিত্রিত করে। কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা বলেছেন, আদিত্যনাথের প্রশাসন আরও একবার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি নির্লজ্জ অবজ্ঞা দেখিয়েছে। তিনি অভিযোগ করেন, এই গোটা ঘটনায় বিজেপি চায়নি সমীক্ষা এগিয়ে যাক, না আটকাতে। এর একমাত্র উদ্দেশ্য ছিল সম্প্রীতি বিনষ্ট করা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, এই হিংসা শাসক দল বিজেপির ‘পরিকল্পিত’। মসজিদে যখন জরিপ করা হয়ে গেছে, তখন কেন আবার নতুন করে জরিপ চালানো হল, এবং তাও সকালে এবং প্রস্তুতি ছাড়াই? সেই প্রশ্ন তুলেছেন যাদব। বিজেপি নেতৃত্বাধীন প্রশাসন এই ইস্যুটিকে ‘আবেগ উস্কে দিতে’ এবং ‘নির্বাচনী অনিয়ম’ থেকে দৃষ্টি ঘোরাতে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
বহুজন সমাজ পার্টির (বিএসপি) সভাপতি মায়াবতী অশান্তি রোধে সুপ্রিম কোর্ট এবং সরকার উভয়কেই বিষয়টি নজরে দেখার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct