মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান, আপনজন: ভাগীরথী নদীর স্টিমার ঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল দুই শিশু। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত স্টিমার ঘাট এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই শান্তিপুরের স্টিমার ঘাটে স্থানীয় বাসিন্দারা স্নান করছিলেন। সেই সময় আনুমানিক ১০ থেকে ১২ বছর বয়সী দুই শিশু নদীর ঘাটে আসে। তারা গেঞ্জি খুলে স্নান করতে নামে এবং প্রথমে ঘাটের কাছেই জলকেলি করছিল। পরে ধীরে ধীরে নদীর গভীর অংশে চলে যায়। হঠাৎই জলে তলিয়ে যেতে দেখা যায় তাদের। নদীর গভীরতা ও স্রোতের কারণে আর ভেসে উঠতে পারেনি তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা তল্লাশি চালালেও এখনও পর্যন্ত শিশু দুটির খোঁজ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু দুটি সম্ভবত স্টিমার ঘাট সংলগ্ন এলাকার নয়, তবে শান্তিপুরেরই বাসিন্দা হতে পারে।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নদীতে স্নান করার সময় শিশুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই নিখোঁজ শিশু দুটির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং তাদের খোঁজে জোরদার তল্লাশি চলছে।
স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, “এই ঘাটটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক বলে পরিচিত। নদীর স্রোত ও গভীরতা অনেক সময় বোঝা যায় না। প্রশাসনের উচিত এই ধরনের দুর্ঘটনা এড়াতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।”
শান্তিপুর থানার ওসি জানান, “আমরা সর্বশক্তি দিয়ে শিশুদের খোঁজ করছি। পাশাপাশি তাদের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয়দের সহযোগিতা চাইছি।”
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন এ ধরনের দুর্ঘটনা রোধে আরও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct