সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: জল, জমি,জঙ্গল নিয়ে যাদের আন্দোলনের ইতিহাস দীর্ঘায়িত তাদের ই দখলীকৃত বা ব্যবহৃত জমি হস্তক্ষেপ করতে গেলে আদিবাসী সমাজের লোকজন বিক্ষোভে মুখরিত হয়ে পড়ে এলাকাজুড়ে। জানা যায় যে,
দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাজুরিয়া গ্ৰামের আদিবাসী পাড়ায় জমি দখল করে বিক্রি করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে আদিবাসীরা। জমির পাশাপাশি ওই এলাকায় সর্বসাধারণের ব্যবহার যোগ্য একটা জলাশয় ও বুঝিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে ছুটে আসেন দুবরাজপুর থানার পুলিশ।
উল্লেখ্য জমি সমতলিকরনের উদ্দেশ্যে একটা জেসিবি মেশিন নামানো হয় এবং জলাশয় বুঝিয়ে ফেলতেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। যার প্রেক্ষিতে গত পাঁচ দিন ধরে মেশিন আটকে রাখে গ্রামবাসীরা।এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা করছেন জমি মালিক থেকে শুরু করে জমি দালালরা। সেই ক্ষোভে তীর-ধনুক, দাঁ, কুড়ুল, ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখানো হয় দিশম আদিবাসী গাঁওতার উদ্যোগে। গ্রামবাসীদের বক্তব্য যে জায়গাটা সমতলিকরন করা হয়েছে সেটা চাষযোগ্য জমি ছিল। উক্ত জমির মধ্যে চাষকৃত বর্গাদারকে ভয় দেখিয়ে টিপ সই করানোর ও অভিযোগ ওঠে জমির মালিকের বিরুদ্ধে। প্রায় ২৫ বিঘা জমি দখল নেওয়ার চেষ্টা করছে জমির মালিক।
ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ঘিরেও ক্ষোভ দেখান আদিবাসীরা। যদিও কাউন্সিলর বনমালী ঘোষ জানান, এই বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি। খবর পেয়ে ছুটে এসেছি।
আইনগতভাবেই জমির মালিক কে কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে নোটিশ করে জলাশয়টা খনন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। মালিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।
যদিও জমির মালিক দীপঙ্কর দে জানান, ওই এলাকায় প্রায় ১৬ বিঘা জমি তার দাদুর নামে রয়েছে। ওরা বেআইনিভাবে দখল করতে চাইছে। জলাশয়টা আবার খনন করে দেবো। আমরা কাউকে হুমকি দিইনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct