সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: দীর্ঘ পাঁচ মাস ধরে মৃত ব্যক্তি পরিবারের সঙ্গে সংসার করে চলেছেন,আর সেই ব্যক্তির পরিবারকে পঞ্চায়েত অফিস থেকে ফোন করে মৃত্যুর কথা জানান এমনি অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের ৮ নং রায়পুর গ্রাম পঞ্চায়েত এর চাঁদের পাড়া এলাকায়, পরিবারের দাবি রায়পুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফোন আসে যে অভিমান্য হালদার নামের বয়স ৬৫ এক ব্যক্তি মারা গিয়েছে তাই অভিমান্য হালদারের বার্ধক্য ভাতার তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে।সেই ঘটনার পাঁচ মাস কেটে গেলেও কোনো সমাধান হয়নি এমনকি একাধিক বার ব্লক অফিসে যোগাযোগ করলেও আজও বার্ধক্য ভাতার টাকা মেলেনি,
অভিমান্য হালদার বলেন গত দুই বছরের বেশি সময় ধরে আমি বার্ধক্য ভাতা পেয়ে আসছি হঠাৎ করে পাঁচ মাস আগে পঞ্চায়েত অফিস থেকে একটা ফোন আসে আমার বাড়ির মোবাইলে তখন বৌমা ফোন ধরতেই বলেন যে অভিমান্য মারা যাওয়ায় কারণে তার বার্ধক্য ভাতার তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে।ঘটনায় সঙ্গে সঙ্গে বৌমা তার শ্বশুর মশায় কে ফোন ধরিয়ে দেন তখন পঞ্চায়েত অফিসে কর্মীর সঙ্গে কথা বললে আশ্বাস করলে বলেন আপনার নাম লিখে নিনাম,তার পর থেকে তার মৃত্যুর কারণ দেখিয়ে বার্ধক্য ভাতা কেটে দেওয়া হয়েছে বলে মনে করছেন অভিমান্য হালদার।তিনি আরো বলেন আমি বিডিও অফিসে লিখিত আবেদন জানিয়েছি পুনরায় আমার ভাতা চালুর জন্য এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি।
এই ঘটনায় প্রতিবেশীরা বলেন এটা কিভাবে হয় একজন জীবিত মানুষ কে মৃত বলে নাম বাদ দিয়ে দেই ,নাম বাদ দেওয়ার আগে সরকারি ভাবে তদন্ত করার পরেই সেটা কেটে দেওয়া হয় এই ক্ষেত্রে কেনো এমনটা হলো এই প্রশ্ন তুলেন। অসহায় পরিবার বার্ধক্য ভাতার টাকা দিয়েই সংসার চলে আর সেই টাকা আর পাচ্ছে না সংসার চালাতে অনেক সমস্যা হচ্ছে পরিবারের।তাই যাতে পুনয়ার ভাতার টাকা পাই সেই আবেদন জানান সকলে।
ঘটনার বিষয়ে রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি রেন্টু মণ্ডল জানান বিষয়টা আমার জানাছিল না তবে যদি এমনটা হয় সেটা খুবই খারাপ বিষয় আমি আমার বিষয়টার খোজ খবর নিয়ে দেখছি,যাতে করে পুনরায় তার বার্ধক্য ভাতার টাকা চালু হয় সেই চেষ্টা করবো। ডোমকল বিডিও জানান বিষয়টা দেখা হচ্ছে কিভাবে কি হয়েছে,খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।
এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে,এখন দেখার কবে ফিরে পাই তার বার্ধক্য ভাতার টাকা,আর নিজেকে জীবিত প্রমাণ কিভাবে করবে সেটাই এখন বড় প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct