আপনজন ডেস্ক: গত এক সপ্তাহে সৌদি আরবজুড়ে প্রায় ২০ হাজার অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস জানিয়েছে, আবাসন, কাজ এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ১৯ হাজার ৬৯৬ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। রেসিডেন্সি আইন লঙ্ঘনের জন্য মোট ১১ হাজার ৩৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫ হাজার ১৭৬ জনকে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টার জন্য এবং আরও ৩ হাজার ১৮৪ জনকে শ্রম সংশ্লিষ্ট সমস্যার কারণে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১ হাজার ৫৪৭ জনের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩২ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক ছিলেন। আরও ৭১ জনকে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টার সময় ধরা হয়। এছাড়া ২২ জনকে অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবহন ও আশ্রয় প্রদানসহ অবৈধভাবে প্রবেশে সহায়তা করার জন্য যে কাউকে পাওয়া গেলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct