আপনজন ডেস্ক: গাজা ও লেবানন যুদ্ধের জেরে সম্প্রতি ইসরাসেলের কমপক্ষে ছয় সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি দৈনিক ইয়েডিওথ আহরোনোথ শুক্রবার এক প্রতিবেদনে- গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাকে সেনাদের আত্মহত্যার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর আরও হাজার-হাজার সদস্য। এই তথ্য প্রকাশ করেছে দেশটির একটি সংবাদ মাধ্যম। তবে আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মানসিক সমস্যায় ভোগা তিন ভাগের এক ভাগ সেনার মধ্যেই রয়েছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ। তাদের দাবি চলমান যুদ্ধে আহত সেনার চেয়ে মানসিক রোগে ভুগছে এমন সেনার সংখ্যা বেশি। এক তদন্ত রিপোর্টের তথ্য অনুসারে, মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যের সংখ্যা যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়েডিওথ আহরোনোথ বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেছে- যে সামরিক অভিযান শেষ হয়ে গেলে এবং সেনারা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে এই মানসিক স্বাস্থ্য সঙ্কট কেটে যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct