নিজস্ব প্রতিবেদক, আসানসোল, আপনজন: সেনরেল রোডে এলাকার বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রমন রাজের বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ থানা তাকে গ্রেপ্তার করে ।
নির্যাতিতার পরিবার মহিলা থানায় অভিযোগ করার পর চিকিৎসকের বিরুদ্ধে পসকো আইনে মামলা হয়েছে বলে জানান নির্যাতিতার আইনজীবী মিতা মজুমদার। তিনি জানান, নির্যাতিতার পরিবার চিকিৎসা করাতে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার সাথে অভব্য আচরণের কথা বাড়িতে এসে জানালে পরিবার থেকে মহিলা থানায় চিকিৎসকের বিরুদ্ধে পসকো আইনে মামলা করা হয়। অন্যদিকে,পরকীয়া সম্পর্কের জেরে নিজের স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্টেশন মাস্টার। পরকীয়া সম্পর্কের জেরে নিজের স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বারুইপুরে। অভিযোগ নিজের স্বামীর বিরুদ্ধে। স্বামী ধনঞ্জয় হালদার। স্ত্রী অম্বিকা হালদারের অভিযোগ, ৫৬ বছর বয়সী স্বামী ধনঞ্জয় হালদার বেশ কয়েক বছর আগে ভাঙরের এক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। বেশ কিছুদিন ধরে ভাঙ্গরের ওই মহিলা ও স্বামী ধনঞ্জয় তার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। তার একটি দু - বছরের বাচ্চা থাকা সত্ত্বেও তার ওপর অমানসিক অত্যাচার চালায় এবং অবশেষে তাকে প্রাণে মারার চেষ্টা করে। তার দু বছরের বাচ্চাটাকেও ঠিক মতো দেখতো না বলে অভিযোগ করেন স্ত্রী অম্বিকা।ধনঞ্জয় হালদার ঘটেশ্বরপুর মন্দির বাজারের বাসিন্দা হলেও বর্তমানে তিনি বারুইপুর সালেপুরে নিজের বাড়িতে সস্ত্রীক বাচ্চা নিয়ে থাকতেন। পেশাগতভাবে তিনি ডায়মন্ডহারবার শাখার নেতরা স্টেশনের স্টেশন মাস্টার। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে 85/117(2)/109/3(5) ধারায় ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা রুজু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct