নিজস্ব প্রতিবেদক, কাঁথি, আপনজন: মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে হোটেল ভাঙার নির্দেশ দেন জেলাশাসক।সেই নির্দেশে স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।আগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ।মামলায় সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ কোর্টের। মামলার পরবর্তী শুনানি হবে ১০ ডিসেম্বর।মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল দিল্লির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। নবান্ন সূত্রে খবর এসেছিল, মন্দারমনির যে অবৈধ রিসর্ট এবং হোটেলগুলি রয়েছে, সেগুলিকে বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। পাশাপাশি ভাঙার নির্দেশ দিয়েছিল। যদি মালিকরা না ভাঙে,তাহলে দীঘা প্রশাসন নিজেই বুলডোজার চালিয়ে,ওটা ভেঙে দেবে।এই নির্দেশিকার খবর এসেছিল মুখ্যমন্ত্রীর কাছে।এরপরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোনওরকম বুলডোজার চলবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct