সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এতদিন বিনা পয়সায় আইনের সহায়তা করে আসছেন। বিশেষ করে ১৮ বছরের কম বয়সিদের ক্ষেত্রে খুব বিশেষভাবে কার্যকরী ভূমিকা গ্রহণের চিত্র দেখা যায়। পাশাপাশি বহু বয়স্ক ব্যাক্তির চিকিৎসা, পারিবারিক দ্বন্দ্ব মেটানো করানো থেকে হারিয়ে যাওয়া ব্যাক্তিদের উদ্ধার,কম বয়সী ছেলে মেয়েদের বিবাহ বন্ধ, সচেতনতা মূলক শিবির, পদযাত্রা সহ বিভিন্ন ধরনের কর্মসূচিতে জেলায় বিশেষ নজর কেড়েছে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ। পাশাপাশি এবার সিউড়ি সুপার হসপিটালের একটা কক্ষে মনোনয় নামক একটি নতুন ক্লিনিক এর উদ্বোধন করা হয় শুক্রবার । সুপ্রিম কোর্টের নির্দেশে এবং ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির পরিচালনায় এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় উক্ত ক্লিনিকটি পরিচালনা করবেন। এই ক্লিনিকে নিয়মিত থাকবেন একজন মানসিক বিভাগের ডাক্তার,একজন আইনজীবী ও একজন অধিকার মিত্র ওরফে পার্শ্ব আইনি সহায়ক।
ক্লিনিক পরিষেবার উদ্বোধন করেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক। উপস্থিত ছিলেন সিউড়ি হাসপাতালের ডেপুটি সুপার জয়দেব নায়ক, ডা. অনিন্দিতা মুখার্জি, অধিকার মিত্র, মহম্মদ রফিক সহ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct