মোহাম্মদ জাকারিয়া, ইসলামপুর, আপনজন: শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামপুরের কোর্ট মাঠে ‘বাংলা মোদের গর্ব’ শীর্ষক অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, অচিরচরিত শক্তি বিষয়ক দপ্তর, উত্তর দিনাজপুরের মাননীয় জেলাশাসক, ইসলামপুর পুলিশ জেলার জেলা আরক্ষাধ্যক্ষ, অতিরিক্ত জেলা বিচারক, ইসলামপুর বিধানসভার বিধায়ক, মহকুমা শাসক, ইসলামপুর, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ও খাদ্য কর্মাধ্যক্ষ, ইসলামপুর পৌরপিতা, এবং রায়গঞ্জ পৌরপ্রশাসকসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।
এই অনুষ্ঠানে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং উন্নয়নের ধারাকে তুলে ধরার উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী এবং আলোচনা সভার মাধ্যমে রাজ্যের সাফল্যের গল্প তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ উত্তর দিনাজপুরের মানুষদের মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক চেতনার প্রসার ঘটাবে বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct