আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: যখন রাজ্যে সরকারি হাসপাতালের চিকিৎসা ও চিকিৎসককে নিয়ে নানান ধরণের অভিযোগ সামনে আসছে তখন এ এক ভিন্ন ছবি রানাঘাট মহকুমা হাসপাতালে। যেখানে চিকিৎসক রোগীকে শুধু রোগী হিসেবে না দেখে নিজের পরিবারের সদস্য ভেবেই চিকিৎসা করেন ও চিকিৎসা বিষয়ে রোগীর পরিবার কে সাহায্য করেন।আর এমন আত্মিক চিকিৎসক কেও রোগীর পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে সন্মন করেন।সূত্রের খবর, রানাঘাট হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মইদুল শুধু শিশুদের চিকিৎসাই করেন না চিকিৎসা বিষয়ে শিশুর পরিবারের প্রয়োজনে তাদের সাহায্যও করেন। আর এই রোগীর সাথে সুমধুর সামাজিক সম্পর্ক তৈরি হওয়ায় রোগীর পরিবারও উপকৃত হন। আর তারই অঙ্গ হিসেবে গতকাল রানাঘাট হাসপাতালে এসে চিকিৎসক মইদুলকে সংবর্ধনা দিলেন রোগীর আত্মীয় পরিজনরা। আর রোগীর পরিবারের কাছ থেকে সন্মান পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি ওই চিকিৎসক। শুধু রোগীর পরিবারই নয়, নিজের হাসপাতালের এই চিকিৎসকের এহেন কর্মকান্ডে খুশি হাসপাতালের সুপার প্রলহাদ অধিকারী। রানাঘাট হাসপাতালের সুপার ও রোগীদের পরিবারের পক্ষ থেকে আমাদের জানান। হাসপাতাল সুপার প্রলহাদ অধিকারী বলেন’, ডাক্তারবাবু তার চিকিৎসা পরিষেবা দেওয়ার সঙ্গে সামাজিক সম্পর্ক তৈরি করা সুন্দর একটা ব্যবহার। আমাদেরই হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ ড মইদুল সেটা প্রতিষ্ঠাতা করতে পেরেছে।মানুষের ব্যবহার ভালো হলে অনেক এগিয়ে যেতে পারবে এবং অনেক মানুষের কাছে পৌঁছে পারবে ব্যবহারটা মানুষের কাছে একটা অন্য বিষয়। মইদুল সে জায়গাটা অর্জন করতে পেরেছে বলে আমার মনে হয়। হাসপাতাল প্রত্যেকদিন প্রচুর রোগী আসে কিন্তু বিরল রোগের সংখ্যাটা খুবই কম। ডাক্তারবাবু তা মাথায় রেখে চিকিৎসা করলে সফলতা আসবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct