আপনজন ডেস্ক: গণনা শুরু হওয়ার পর থেকে যে কোনো বছরের তুলনায় এ বছর সবচেয়ে বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর। এইড ওয়ার্কার সিকিউরিটি ডাটাবেজ অনুসারে, এই বছর এখন পর্যন্ত ২৮১ জন ত্রাণকর্মী হতাহতের ঘটনা ঘটেছে। ১৯৯৭ সাল থেকে রেকর্ডে থাকা সবচেয়ে বেশি মৃত্যু ছিল ২০২৩ সালে ২৮০ জন।
গাজায় বিধ্বংসী যুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ৩৩৩ জন ত্রাণকর্মী হত্যা করেছে ইসরায়েল। চলতি বছর অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে মোট প্রাণহানি ১৭৮ জনে দাঁড়িয়েছে।
এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২২৬ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মানবিক কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র জেনস লায়ের্ক বলেন, ‘এই লোকেরা স্রষ্টার দেওয়া কাজ করছে এবং এর প্রতিক্রিয়ায় তাদের হত্যা করা হচ্ছে!’
ত্রাণকর্মীরা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষা পাওয়ার কথা। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে বলেন, এই সহিংসতা বিবেকবর্জিত এবং ত্রাণ তৎপরতার জন্য ধ্বংসাত্মক হুমকি।
তিনি বলেন, সংঘাতে জড়িত রাষ্ট্র ও পক্ষগুলোকে অবশ্যই মানবতাবাদীদের রক্ষা করতে হবে, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে হবে, দায়ীদের বিচার করতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct