এম এস ইসলাম, ব্যারাকপুর, আপনজন: শুক্রবার সকাল ৯.১০ মিনিটে ব্যারাকপুরের মঙ্গল পান্ডে উদ্যানে অবস্থিত স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির মাঠে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ পুলিশের আর্মড ও আন আর্মড ব্রাঞ্চের ক্যাডেট সাব ইন্সপেক্টরদের পাসিং আউট প্যারেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের মহা নির্দেশক (DG & IGP) রাজীব কুমার, IPS। উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির বিদায়ী ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. প্রণব কুমার, IPS, যিনি বর্তমানে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি হয়েছেন। এদিন আরও উপস্থিত ছিলেন এসটিএফ প্রধান বিনিত গোয়েল, IPS; দময়ন্তী সেন, IPS; জ্ঞ্যানবন্ত সিং, IPS; নিরজ কুমার সিং, IPS এবং নবনিযুক্ত একাডেমির IG মুরলি ধর, IPS। এছাড়া ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া, IPS-সহ আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাসিং আউট প্যারেডে অংশ নেন আর্মড ব্রাঞ্চের ২০২৩-২৪ সালের ৩৯ নম্বর ব্যাচের ১৪৪ জন ক্যাডেট সাব ইন্সপেক্টর এবং আন আর্মড ব্রাঞ্চের ২০২৩-২৪ সালের ৬৯ নম্বর ব্যাচের ৫৫৪ জন সাব ইন্সপেক্টর ও ৮০ জন মহিলা সাব ইন্সপেক্টর। মোট ৭৭৮ জন নতুন ক্যাডেট সাব ইন্সপেক্টর আগামী দিনে পুলিশের বিভিন্ন দায়িত্ব পালন করবেন। প্রধান অতিথি DG রাজীব কুমার, IPS, প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। হেমন্ত বন্দ্যোপাধ্যায়, প্রধান ড্রিল ইন্সট্রাক্টর (CDI), এত বড় SI ব্যাচের পাসিং আউট আগে কখনও দেখেননি বলে জানান। বিদায়ী IG ড. প্রণব কুমার তার বক্তব্যে ক্যাডেটদের প্রশংসা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct