আপনজন ডেস্ক: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভেলারি ঝালুঝনি বলেছেন, বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সরাসরি উত্তর কোরিয়া ও ইরানের যোগদান এবং তাদের সামরিক সহায়তা এর প্রমাণ। সম্প্রতি ইউক্রেনিস্কা প্রাভাদার ইউপি১০০ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে ঝালুঝনি বলেন, উত্তর কোরিয়ার সেনারা এরইমধ্যে ইউক্রেনের মাটিতে প্রবেশ করেছে এবং যুদ্ধে অংশ নিচ্ছে। অন্যদিকে, ইরানের ড্রোনগুলো ইউক্রেনের অভ্যন্তরে আক্রমণ চালাচ্ছে। চীনের সরবরাহ করা যুদ্ধাস্ত্রও এই সংঘাতে ব্যবহৃত হচ্ছে। ঝালুঝনি ইউক্রেনের মিত্র দেশগুলোর দিকে অভিযোগ তুলে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের মাটিতেই চলছে এবং এটিকে এখানেই থামানো সম্ভব। কিন্তু আমাদের মিত্ররা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে চাইছে না। তাদের এই দ্বিধা-দ্বন্দ্ব ভবিষ্যতে আরো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইউক্রেনের এই সাবেক সেনাপ্রধান আরো দাবি করেন, রাশিয়া এখন উত্তর কোরিয়ার সেনাদের সরাসরি ক্রুস্ক অঞ্চলে মোতায়েন করেছে।
তিনি জানান, তিন মাস আগে ইউক্রেনীয় সেনারা আকস্মিক অভিযান চালিয়ে ক্রুস্কের বড় একটি এলাকা দখল করেছিল। বর্তমানে সেখানে প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা অবস্থান করছে। ঝালুঝনি বলেন, প্রযুক্তি কিছুটা রক্ষা দিতে পারে, কিন্তু যুদ্ধ কেবল প্রযুক্তি দিয়ে জয় করা সম্ভব নয়। ইউক্রেন একা এই যুদ্ধে জয়ী হতে পারবে কিনা, তা নিশ্চিত নয়। এখনই সময় মিত্রদের কার্যকর পদক্ষেপ নেয়ার। ঝালুঝনির বক্তব্যে ইঙ্গিত মিলছে, এই যুদ্ধ শুধুমাত্র ইউক্রেন-রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। উত্তর কোরিয়া, ইরান, এবং চীনের সম্পৃক্ততা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct